বাংলা - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির পড়াশোনা

শিখন অভিজ্ঞতা ৫ ও ৬

প্রোগ্রামিং ভাষা: কম্পিউটারে একটি সমস্যা সমাধানের উদ্দেশ্যে প্রোগ্রাম তৈরির জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা রয়েছে।

যেমন সি, সি++, জাভা, পাইথন কিউ বেসিক ইত্যাদি।

মেশিন কোড: মেশিন কোড কম্পিউটার সিস্টেমের ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে প্রসেসরে বোঝানোর জন্য 0 ও 1–এর সমন্বয়ে গঠিত নির্দিষ্ট নির্দেশনাকে মেশিন কোড বলে। কম্পিউটারের নিজস্ব ভাষা হলো মেশিন কোড।

সুডো কোড: সুডো কোড হচ্ছে অ্যালগরিদমকে মানুষের বোঝার উপযোগী ভাষায় এমনভাবে সংকেত বা কোড আকারে প্রকাশ করা, যেটি থেকে সহজেই যেকোনো প্রোগ্রামিং ভাষায় পুরো নির্দেশমালাকে রূপান্তর করা যায়। কোনো প্রোগ্রামিং ভাষায় না লিখে শুধু সুডো কোড লিখে দিলে যন্ত্র সেটি বুঝতে পারবে না।

শিখন অভিজ্ঞতা-৬: বন্ধু নেটওয়ার্কে ভাব বিনিময়

‘বন্ধু নেটওয়ার্কে ভাব বিনিময়’ সম্পর্কে জানতে গিয়ে আমরা নতুন কিছু শব্দের সঙ্গে পরিচিত হচ্ছি। শব্দগুলো সম্পর্কে বর্ণনা দেওয়া হলো:

তারযুক্ত নেটওয়ার্ক: যে নেটওয়ার্ক বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তারযুক্ত যন্ত্রের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে, তাকে তারযুক্ত নেটওয়ার্ক বলে।

যেমন টেলিফোন, টেলিভিশন, কম্পিউটার নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড ইন্টারনেট নেটওয়ার্ক।

তারবিহীন নেটওয়ার্ক: যে নেটওয়ার্কে তার বা কেব্​লের পরিবর্তে মাইক্রোওয়েভ ব্যবহার করে তথ্য আদান-প্রদান করা হয়, তাকে তারবিহীন নেটওয়ার্ক বলে। তারবিহীন নেটওয়ার্ক তৈরিতে ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ ইত্যাদি ব্যবহার করা হয়। তারবিহীন নেটওয়ার্কের সহজ উদাহরণ হলো মুঠোফোন।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা