নবম শ্রেণি - বাংলা ১ম পত্র | প্রতিদান : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

নবম শ্রেণির পড়াশোনা

প্রতিদান

২১. কবিকে কেউ বিষ-ভরা বাণ দিলে কবি তাকে কী প্রতিদান দেন?

ক. উদার স্নেহ

খ. বুকভরা গান

গ. বুকভরা বেদনা

ঘ. বুকভরা গানের সুর

২২. কবি কাকে আপন করার জন্য কেঁদে বেড়ান?

ক. কবি প্রিয়াকে

খ. যে কবিকে পর করেছে

গ. যে কবিকে ভালোবেসেছে

ঘ. যে কবির মন ভেঙেছে

২৩. ‘প্রতিদান’ কবিতা মোট কত চরণের?

ক. ১৬ খ. ১৭

গ. ১৮ ঘ. ১৯

২৪. ‘প্রতিদান’ কবিতায় কোন ফুলের নাম উল্লেখ আছে?

ক. হলুদ ফুল খ. সাদা ফুল

গ. লাল ফুল ঘ. রঙিন ফুল

২৫. ‘প্রতিদান’ কবিতায় কবি দীর্ঘ রাতকে কী বলেছেন?

ক. বড় রাত খ. দীঘল রাত

গ. দীঘল প্রহর ঘ. শূন্য প্রহর

২৬. ‘মালঞ্চ’ শব্দের অর্থ কী?

ক. মালি

খ. ফুলের বাগান

গ. গোলাপ ফুলের বাগান

ঘ. রজনীগন্ধা ফুলের বাগান

২৭. ‘নিরন্তর’ শব্দের অর্থ কী?

ক. সব সময় খ. সময়

গ. নিয়ত ঘ. নিরিবিলি

২৮. ‘প্রতিদান’ কবিতাটি জসীমউদ্​দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

ক. ধানখেত

খ. রঙিলা নায়ের মাঝি

গ. বালুচর

ঘ. সোজন বাদিয়ার ঘাট

২৯. কবি অনিষ্টকারীকে প্রতিদানে কী করেছেন?

ক. ঘৃণা খ. অপমান

গ. উপকার ঘ. আপন

৩০. নিচের কোন বানানটি ঠিক?

ক. জসীমউদ্দীন খ. জসিমউদ্দীন

গ. জসীমউদ্​দীন ঘ. জসিম উদ্দীন