শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

EN
English
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • করোনাভাইরাস
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
পড়াশোনা

এইচএসসি ২০২৩ - সমাজকর্ম ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

লেখা:
মাহমুদ বিন আমিন
প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০৪: ০১

অধ্যায় ১

১১. শারীরিক সৌন্দর্য, ব্যক্তিত্ব বিকাশ ও লজ্জা নিবারণের জন্য কোনটি প্রয়োজন?

ক. খাদ্য খ. বাসস্থান

গ. বস্ত্র ঘ. চিত্তবিনোদন

১২. কাদের জন্য মৌলিক মানবিক চাহিদা আবশ্যক?

ক. শিশুদের জন্য

খ. নারীদের জন্য

গ. বয়স্কদের জন্য

ঘ. প্রতিটি মানুষের জন্য

১৩. কীসের অভাবে গলগণ্ড রোগ হয়?

ক. ভিটামিন এ খ. ভিটামিন বি

গ. ভিটামিন সি ঘ. আয়োডিন

১৪. মানবজীবনকে স্থায়ীরূপ দিয়েছে কোনটি?

ক. শিক্ষা খ. স্বাস্থ্য

গ. বাসস্থান ঘ. খাদ্য

১৫. মানবসভ্যতার প্রধান নির্দেশক কোনটি?

ক. চিকিত্সা খ. বস্ত্র

গ. খাদ্য ঘ. বাসস্থান

১৬. সামাজিক চাহিদার জন্ম হয় কেন?

ক. গবেষণার ফলে

খ. শিক্ষণের ফলে

গ. চাহিদার ফলে

ঘ. নৈতিকতার ফলে

১৭. কীভাবে নাগরিকদের মৌলিক চাহিদার স্বীকৃতি দেওয়া হয়েছে?

ক. আইনের মাধ্যমে

খ. গবেষণার মাধ্যমে

গ. শিক্ষার মাধ্যমে

ঘ. সংবিধানের মাধ্যমে

১৮. ঘুম হলো—

i. মৌলিক মানবিক চাহিদা

ii. মৌলিক চাহিদা

iii. মানবিক চাহিদা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. iii ঘ. i, ii ও iii

১৯. শিক্ষা কয় ধরনের হতে পারে?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

২০. সুষম খাদ্যে কয়টি উপাদান থাকে?

ক. ৪টি খ. ৫টি

গ. ৬টি ঘ. ৭টি

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.গ ১২.ঘ ১৩.ঘ ১৪.গ ১৫.খ ১৬.খ ১৭.ঘ ১৮.খ ১৯.ক ২০.গ

মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা

পড়াশোনা থেকে আরও পড়ুন
  • শিক্ষা
  • এইচএসসি পুনর্বিন্যাসকৃত সিলেবাস ২০২৩
  • পড়াশোনা
  • এইচএসসি পরীক্ষা
  • পড়াশোনা: এইচএসসি
মন্তব্য করুন