এসএসসি ২০২৩ - গার্হস্থ্যবিজ্ঞান | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

১১. সম্পদের ওপর অধিকার প্রতিষ্ঠিত না হওয়ার কারণ কোনটি?

ক. সম্পদ নিজের আয়ত্তাধীন হলে

খ. সম্পদ নিজের আয়ত্তাধীন না হলে

গ. অন্যের আয়ত্তাধীন না হলে

ঘ. স্বাভাবিক সম্পদ না হলে

১২. সম্পদ গুণগত ও পরিমাণগত দিক দিয়ে কেমন?

ক. বিপরীত খ. অভিন্ন

গ. সীমাবদ্ধ ঘ. অসীম

১৩. পরিমাণগত দিক দিয়ে সীমাবদ্ধ কোন সম্পদ?

ক. শক্তি খ. দক্ষতা

গ. সুস্বাস্থ্য ঘ. সময়

১৪. অন্যের অর্থ নিজের খুব কমই কাজে লাগে! বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?

ক. অন্যের সম্পদের গুরুত্ব

খ. অন্যের সম্পদের উপকারিতা

গ. নিজের সম্পদের গুরুত্ব

ঘ. নিজের সম্পদের উপকারিতা

১৫. সম্পদের সুষ্ঠু ব্যবহারে—

i. পরিবারের আয় বাড়ে

ii. অর্থ সঞ্চয় হয়

iii. ব্যয় হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

১৬. অসীম চাহিদা পূরণের জন্য কী দরকার?

ক. সম্পদের অপচয়

খ. প্রচুর সম্পদ

গ. সমাজের সুষ্ঠু ব্যবহার

ঘ. যেনতেনভাবে সম্পদ অর্জন

১৭. আমাদের অসীম চাহিদাকে সীমিত সম্পদ দ্বারা পূরণ করা যায় কীভাবে?

ক. সম্পদের সুষ্ঠু ব্যবহার করে

খ. সম্পদকে ইচ্ছেমতো ব্যবহার করে

গ. সম্পদের বেশি ব্যবহার করে

ঘ. সম্পদের অনিয়ন্ত্রিত ব্যবহার করে

১৮. কোন মানবীয় সম্পদটি সব মানুষের জন্য সমান?

ক. দক্ষতা খ. জ্ঞান

গ. সময় ঘ. বুদ্ধিমত্তা

১৯. গার্হস্থ্য অর্থনীতিবিদের মতে, শক্তি কত ধরনের হয়?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

২০. নিশি তার গৃহকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে চায়। এ জন্য তার কোন সম্পদটি খুবই জরুরি?

ক. বুদ্ধিমত্তা খ. জ্ঞান

গ. শক্তি ঘ. অর্থ

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১১.খ ১২.গ ১৩.ঘ ১৪.গ ১৫.ঘ ১৬.গ ১৭.ক ১৮.গ ১৯.ক ২০.ক

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা