এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (৯১-১০০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৮

৯১. অবচয় হতে পারে কোন কারণে?

ক. দৃশ্যমান কারণে

খ. অদৃশ্যমান কারণে

গ. নিঃশেষ কারণে

ঘ. দৃশ্য ও অদৃশ্য উভয় কারণে

৯২. মুদ্রাস্ফীতিজনিত সমস্যা মোকাবিলায় কোন পদ্ধতি সুবিধাজনক?

ক. অবচয় ভান্ডার পদ্ধতি

খ. পুনঃস্থাপন ব্যয় পদ্ধতি

গ. পুনর্মূল্যায়ন পদ্ধতি

ঘ. স্থির কিস্তি পদ্ধতি

৯৩. অবচয়যোগ্য মূল্য বলতে কী বোঝায়?

ক. ক্রয়মূল্য – ভগ্নাবশেষ মূল্য অবচয়

খ. ক্রয়মূল্য – অবচয়

গ. আদায়মূল্য – ভগ্নাবশেষ মূল্য

ঘ. ক্রয়মূল্য – ভগ্নাবশেষ মূল্য

৯৪. বহির্মূল্য বা নিট লিখিত মূল্য বলতে কী বোঝায়?

ক. ক্রয়মূল্য– ভগ্নাবশেষ মূল্য

খ. ক্রয়মূল্য –ভগ্নাবশেষ মূল্য

গ. ক্রয়মূল্য – অবচয়

ঘ. ক্রয়মূল্য –অবচয় সঞ্চিতি

৯৫. সম্পত্তির মূল্য ৮,০০০ টাকা, আয়ুষ্কাল ৫ বছর, ভগ্নাবশেষ মূল্য ৩,০০০ টাকা; সরলরৈখিক পদ্ধতিতে ২য় বছরের অবচয় কত?

ক. ৮৫০ টাকা খ. ১,০০০ টাকা

গ. ১,২৫০ টাকা ঘ. ১,৪০০ টাকা

৯৬.সরলরৈখিক পদ্ধতিতে অবচয় চার্জ নির্ধারণে কোনটি বিবেচিত হবে না?

ক. সম্পদের কার্যকরী আয়ুষ্কাল

খ. সম্পদের অবশিষ্ট মূল্য

গ. সম্পদের স্থাপন ব্যয়

ঘ. উক্ত সম্পদের ওপর জমাকৃত অবচয় সঞ্চিতির

৯৭. অবচয় হলো—

i. মূল্য হ্রাস

ii. ব্যবহারজনিত ক্ষতি

iii. মূল্য বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯৮. অবচয় ধার্যের উদ্দেশ্য—

i. প্রকৃত লাভ-ক্ষতি নিরূপণ

ii. সম্পত্তির মূল্য বৃদ্ধি করা

iii. আয় ব্যয়ের সঠিক সমন্বয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯৯. অবচয় ধার্যের ভিত্তি—

i. সম্পত্তির ক্রয়মূল্য

ii. আনুমানিক ভগ্নাবশেষ মূল্য

iii. সম্পত্তির কাজের সময়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০০. অবচয়ের অন্যতম কারণ —

i. সম্পত্তির বাজার মূল্যবৃদ্ধি

ii. ব্যবহারজনিত ক্ষতি

iii. সময়ের পরিবর্তন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৮: ৯১.ঘ ৯২.খ ৯৩.গ ৯৪.ঘ ৯৫.খ ৯৬.ঘ ৯৭.ক ৯৮.খ ৯৯.ঘ ১০০.গ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)