এইচএসসি ২০২৩ - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৯১-১০০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

নিচের উদ্দীপকটি পড়ে ৯১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

পান্না লিমিটেডের আর্থিক ব্যবস্থাপক জনাব রবিন এমন একটি লক্ষ্য অর্জনের চেষ্টা করছেন, যেটি প্রতিষ্ঠানের শেয়ারের বাজারমূল্য বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত।

৯১. জনাব রবিনের অনুসৃত লক্ষ্যের সুবিধা—

i. অর্থের সময়মূল্য বিবেচনা করা

ii. নগদ প্রবাহ বিবেচনা করা

iii. ঝুঁকি বিবেচনা করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯২. নিচের কোনটি সরকারি অর্থায়নের উৎসবহির্ভূত?

ক. আয়কর খ. আমদানি শুল্ক

গ. রপ্তানি শুল্ক ঘ. শেয়ার বিক্রয়

৯৩. তারল্য ও দেউলিয়াত্ব ঝুঁকির মধ্যে সম্পর্ক কেমন?

ক. ধনাত্মক খ. ঋণাত্মক

গ. নিরপেক্ষ ঘ. আনুপাতিক

৯৪. অর্থায়নের প্রথম কাজ কোনটি?

ক. তহবিল সংগ্রহ

খ. তহবিল বণ্টন

গ. মূলধন সংরক্ষণ

ঘ. স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা

৯৫. সম্পদ বৃদ্ধির জন্য মুনাফা সংরক্ষণ অর্থায়নের কোন কার্যের অন্তর্গত?

ক. বিনিয়োগ

খ. লভ্যাংশ বণ্টন

গ. সম্পদ ব্যবস্থাপনা

ঘ. সংরক্ষণ

৯৬. সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য কোনটি?

ক. মুনাফা সর্বোচ্চকরণ

খ. সম্পদ সর্বাধিকরণ

গ. জনকল্যাণ

ঘ. ব্যবসায় সম্প্রসারণ

৯৭. বিনিময়ের মাধ্যম হিসেবে সর্বজন গ্রহণযোগ্য দ্রব্যকে কী বলে?

ক. অর্থ খ. মুনাফা

গ. আয় ঘ. ব্যয়

৯৮. মি. তাকি একটি কোম্পানির শেয়ার ক্রয় না করে একাধিক কোম্পানির শেয়ারে তার সঞ্চিত অর্থ বিনিয়োগ করতে আগ্রহী। এ ক্ষেত্রে তিনি অর্থায়নের নিচের কোন নীতিটি অনুসরণ করছেন?

ক. মুনাফা ও তারল্য নীতি

খ. পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি

গ. ঝুঁকি ও মুনাফা সমন্বয় নীতি

ঘ. উপযুক্ততার নীতি

৯৯. ব্যবসায় অর্থায়নের প্রধান লক্ষ্য কী?

ক. ব্যবসায় অর্থ সরবরাহ

খ. ব্যবসায়ের ঝুঁকি হ্রাস

গ. ব্যবসায়ের সম্পদ সর্বাধিকরণ

ঘ. ব্যবসায়ের অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা

১০০. ক্রেডিট রেটিং কী?

ক. ধারে বিক্রয়ের ক্ষেত্রে কমিশনের রেট বা হার নির্ধারণ করা

খ. নিরপেক্ষ প্রতিষ্ঠান কর্তৃক ঋণ পরিশোধের সামর্থ্য যাচাই

গ. কোনো প্রতিষ্ঠানের ক্রেডিট নীতি বা ধারে বিক্রয়ের নীতি নির্ধারণ

ঘ. অতীতের মুনাফার হার নির্ধারণ

সঠিক উত্তর

অধ্যায় ১: ৯১.ঘ ৯২.ঘ ৯৩.খ ৯৪.ক ৯৫.খ ৯৬.গ ৯৭.ক ৯৮.খ ৯৯.গ ১০০.খ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা