মেডিকেল ভর্তি পরীক্ষার শেষ মুহূর্তের ইংরেজি প্রস্তুতি
মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইংরেজি প্রস্তুতি নেওয়া অনেকের কাছে খুবই কঠিন এবং দুর্বোধ্য। কারণ, এইচএসসির একাডেমিক জীবনে ভর্তির মতো করে ইংরেজিটা সেভাবে পড়া হয় না। আবার ইংরেজির বিশাল সিলেবাস অনেকের কাছে বোধগম্য হয় না। ফলে অনেকেই কাঙ্খিত নম্বর তুলতে পারেন না ইংরেজিতে। আজকের লেখায় আমি আপনাদের ব্যাখ্যা করব, কীভাবে ইংরেজিতে সহজেই সেরা প্রস্তুতি নিতে পারেন; ১৫ নম্বর মধ্যে ১৩+ সহজেই কীভাবে পেতে পারেন।
কী কী টপিকস পড়া প্রয়োজন?
ইংরেজিতে অসংখ্য টপিকস রয়েছে। যেকোনো টপিকস থেকেই প্রশ্ন হতে পারে। কিন্তু আগের বছরের প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায়, নির্দিষ্ট কিছু টপিকস থেকে প্রায় প্রতিবছরই প্রশ্ন আসে। এসব টপিকস সবার আগে শেষ করবেন। এগুলো হলো—
1. Synonyms and Antonyms+Vocabulary.
2. Parts of speech+Appropriate preposition.
3. Tense
4. Right form of verb.
5. Subject verb agreement
6. Sentence correction
7. Phrases and clauses
8. Translation+Proverb+Spelling
9. Number +Gender.
কীভাবে পড়বেন?
বাজারে প্রচলিত যেকোনো ভালো মানের বই থেকে প্রথমে নিয়মগুলো একটু দেখে নেবেন। এরপর বিসিএস, আগের বছরের মেডিকেল-ডেন্টাল প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় ও চাকরি পরীক্ষায় আসা প্রশ্নগুলো সমাধান করবেন। প্রশ্ন সমাধান করার সময় নিয়মগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন। বুঝে বুঝে সমাধান করার চেষ্টা করবেন। Synonyms, Antonyms, Parts of speech, Phrases and Clauses প্রচুর অনুশীলন করতে হবে।
Synonym and Antonyms নিয়ে কিছু কথা
Synonyms, Antonyms and Vocabulary মনে রাখা অনেকের কাছে কষ্টসাধ্য। এ জন্য নিয়মিত অল্প করে করে পড়বেন। এক সপ্তাহে যা পড়বেন, তা আবার এক দিন রিভাইস দেবেন। পড়ে মনে না থাকলে লিখে লিখে পড়বেন। ফ্লাশকার্ড মেথডে পেজের এক পাশে ইংরেজি শব্দ লিখে অপর পাশে শব্দার্থ লিখে পড়বেন। দেখে একবার পড়বেন আবার না দেখে একবার। শব্দভান্ডার বেশি বেশি পড়বেন। পকেট ডিকশনারি সঙ্গে রাখতে পারেন।
অনুশীলনের বিকল্প নেই
ইংরেজি আপনি যত অনুশীলন করবেন, তত আপনার প্রন্তুতি ভালো হবে। অনেক প্রশ্ন আগের বছরের বিসিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকে হুবহু আসে। তাই অনুশীলনের বিকল্প নেই। শেষ সময়ে নিজের সর্বোচ্চটা দিন। অবশ্যই ভালো করবেন ইনশাল্লাহ।
সর্বোপরি প্রতিদিন অল্প কিছু সময় আলাদা করে রাখবেন ইংরেজি পড়ার জন্য, Synonyms and Antonyms রিভাইস দেওয়ার জন্য। তাহলেই প্রেশার লাগবে না, প্রস্তুতি নিতে সহজ হবে। শুভকামনা আপনাদের জন্য।।
ডা. নাইমুল ইসলাম রাহাত, জাতীয় মেধায় ৮৫তম (২০১৬-২০১৭)