বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) : অধ্যায় ২ | অর্থনীতি ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

২১. চাহিদা > জোগান হলে বাজারে সৃষ্টি হবে—

i. অভারসাম্য

ii. অতিরিক্ত চাহিদা

iii. অতিরিক্ত জোগান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২২. কখন বাজারে উদ্বৃত্ত দেখা দেয়?

ক. চাহিদা বেশি হলে

খ. ভারসাম্যাবস্থায়

গ. জোগান বেশি হলে

ঘ. ক্রেতার সংখ্যা বেশি হলে

২৩. চাহিদা ও জোগানের ভিত্তিতে বাজারে কী সৃষ্টি হয়?

ক. অসমতা খ. ভারসাম্য

গ. অভারসাম্য ঘ. অস্থিতিশীলতা

২৪. ভারসাম্যাবস্থায় যে দাম নির্ধারিত হয় তাকে কী বলে?

ক. অর্থনৈতিক দাম খ. অভ৵ন্তরীণ দাম

গ. আন্তর্জাতিক দাম ঘ. ভারসাম্য দাম

উদ্দীপকের আলোকে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

আয় দাম চাহিদার পরিমাণ

100 4 10

200 2 15

২৫. আয় স্থিতিস্থাপকতা কত?

ক. শূন্য খ. ধনাত্মক

গ. ঋণাত্মক ঘ. অসীম

আরও পড়ুন

২৬. দাম স্থিতিস্থাপকতা কত?

ক. EP = 0 খ. EP > 1

গ. EP = 1 ঘ. EP < 1

২৭. দামের শতকরা পরিবর্তনের তুলনায় চাহিদার শতকরা পরিবর্তন বেশি হলে কী নির্দেশ করে?

ক. শূন্য চাহিদা

খ. স্থিতিস্থাপক চাহিদা

গ. অস্থিতিস্থাপক চাহিদা

ঘ. অসীম চাহিদা

২৮. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা কেমন থাকে?

ক. অস্থিতিস্থাপক

খ. স্থিতিস্থাপক

গ. সম্পূর্ণ অস্থিতিস্থাপক

ঘ. সম্পূর্ণ স্থিতিস্থাপক

২৯. কোন ধরনের দ্রব্যের আয় স্থিতিস্থাপকতা ঋণাত্মক?

ক. দামি দ্রব্য

খ. স্বাভাবিক দ্রব্য

গ. খারাপ দ্রব্য

ঘ. নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

৩০. পরিপূরক দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান কেমন হয়?

ক. ধনাত্মক খ. ঋণাত্মক

গ. শূন্য ঘ. অসীম

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.ক ২২.গ ২৩.খ ২৪.ঘ ২৫.খ ২৬.গ ২৭.খ ২৮.ক ২৯.গ ৩০.খ

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

আরও পড়ুন