ডিজাস্টার ম্যানেজমেন্টে মাস্টার্স প্রোগ্রাম—বাউবি

অনলাইন/সরাসরি ক্লাস: প্রতি শুক্র ও শনিবার

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্টে ২ বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীদের ক্লাস অনলাইন ও বাউবি ক্যাম্পাস, গাজীপুরে অনুষ্ঠিত হবে। প্রতি শুক্র ও শনিবার টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণকারী যেকোনো শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

বৈশিষ্ট্য

  • দুই বছর মেয়াদি ৪ সিমেস্টারে (প্রতি সিমেস্টার ৬ মাস) মোট ১৬টি কোর্স (৬৪ ক্রেডিট) সম্পন্ন করতে হবে।

  • এমডিএম প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ ০৫ (পাঁচ) বছর পর্যন্ত বহাল থাকবে৷ এ সময়ের মধ্যে শিক্ষার্থী প্রোগ্রামটি সম্পন্ন করার সুযোগ পাবে।

আবেদনের যোগ্যতা

মানবিক, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষাসহ যে কোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে ৩/৪ বছর মেয়াদি ল্লাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীগণ এমডিএম প্রোগ্রামে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবেন।

ভর্তি সংক্রান্ত তথ্য

  • শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের ঠিকানা: osapsnew.bou.ac.bd

  • অনলাইনে আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৩

  • প্রাথমিক মনোনীত তালিকা প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৩

  • মৌখিক পরীক্ষা: ৮-৯ ডিসেম্বর ২০২৩

  • চুড়ান্ত নির্বাচিত তালিকা প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩

  • ভর্তি ফি জমা দিয়ে ভর্তি সম্পন্ন: ১৩-৩১ ডিসেম্বর ২০২৩

  • ওরিয়েন্টেশন: ১২ জানুয়ারি ২০২৪

  • টিউটোরিয়াল ক্লাস: ১৯ জানুয়ারি ২০২৪

আরও পড়ুন

আবেদন প্রক্রিয়া

  • যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে osapsnew.bou.ac.bd টাইপ করে ব্রাউজ করুন অথবা bou.ac.bd ব্রাউজ করে OSAOS-এ প্রবেশ করুন ।

  • Offered Program সেকশন এর অধীনে Open School (OS)-এ ক্লিক করে 4Master of Disaster Management (MDM)-এর পাশে প্রদর্শিত Apply Now বাটনে ক্লিক করুন।

  • Master of Disaster Management (MDM)-এ ভর্তি নির্দেশাবলি গুরুত্ব সহকারে পরে পুনরায় Apply Now বাটনে ক্লিক করুন।

  • অনলাইনে আবেদন ফরমটির General Information ধাপ যথাযথভাবে পুরণ করে Next বাটনে ক্লিক করুন।

  • Personal Information ধাপ যথাযথভাবে পুরণ করে সদ্য তোলা ফটো (300×300 JPG Format) এবং আপনার স্ক্যান করা স্বাক্ষর (300×300 JPG Format) আপলোড করে Next বাটনে ক্লিক করুন।

  • Academic Information ধাপে আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং অভিজ্ঞতার তথ্য (যদি থাকে) Professional Information ধাপে সঠিকভাবে পুরণ করে Finish বাটনে ক্লিক করুন।

  • সঠিকভাবে ফরম পূরণ শেষে আপনার মোবাইলে SMS এবং ইমেইলে Temporary User ID I Password প্রেরণ করা হবে।

  • Proceed to Payment বাটনে ক্লিক করার পর প্রদর্শিত Online Payment Gateway-সমূহ থেকে যে কোনোটির মাধ্যমে ফি জমা দেয়া যাবে। সফলভাবে ফি জমাদান শেষে “Payment has been completed successfully!” মেসেজ প্রদর্শিত হবে এবং SMS ও ই-মেইলের মাধ্যমে অবহিত করা হবে।

  • অনলাইন ভর্তি সংক্রান্ত আপনার যে কোনো পরামর্শ/অভিযোগের জন্য OSAPS-এর হেল্পলাইন নম্বরে অথবা ইমেইল [email protected]এ অবহিত করুন। OSAPS-এর হেল্পলাইন নম্বর: ০১৬৩৫-৮৩২৮৪৫ , ০১৯০৭-৪৫১৬১২ (সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, রবিবার থেকে শুক্রবার)।

  • প্রয়োজনে কোনো সমস্যা হলে তিন কার্যদিবসের মধ্যে আইসিটি হেড, আইসিটি এন্ড ই-লার্নিং সেন্টার, বাউবি'তে যোগযোগ করতে হবে।

  • আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর কেবলমাত্র মনোনীত প্রার্থীগসণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং তাদের তালিকা বাউবি'র ওয়েবসাইটে দেয়া হবে। এছাড়া তাদেরকে মোবাইলে SMS-এর মাধ্যমে নিশ্চিত করা হবে।

  • প্রাথমিকভাবে মনোনীত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের Temporary User ID I Password ব্যবহার করে প্রদর্শিত আবেদন পত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও নম্বরপত্রসমূহের মূলকপি, এক সেট ফটোকপি ও পাসপোর্ট সাইজ ছবিসহ নির্দিষ্ট দিনে বাউবি, গাজীপুর ক্যাম্পাসে মৌখিক/লিখিত পরীক্ষায় উপস্থিত হতে হবে।

ফি সংক্রান্ত তথ্য

  • আবেদন ফরম ফি: ১০০০ টাকা

  • কোর্স ফি: ১০,০০০ টাকা প্রেতি কোর্স ২৫০০ টাকা করে ৪টি কোর্স 8১১২২৫০০ টাকা)

  • রেজিস্ট্রেশন ফি: ১৫০০ টাকা

  • পরীক্ষা ফি প্রেতি সিমেস্টার): ৩০০০ টাকা

  • প্রেজেন্টেশন ফি (8টি কোর্স): ৮০০ টাকা (৪x২০০)

  • একাডেমিক ক্যালেন্ডার ফি প্রেতি বছর): ১০০ টাকা

  • ডিজিটাল আইডি কার্ড ফি: ২০০ টাকা

  • সর্বমোট ভর্তি ফি: ১৫৮০০ টাকা

ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লিখিত যে কোনো তথ্য একাডেমিক কাউন্সিল সংশোধন, সংযোজন , পরিমার্জন এবং পরিবর্তন করতে পারবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট বিধি-বিধান সকল আবেদনকারী শিক্ষার্থীর জন্য প্রযোজ্য হবে। ।