এইচএসসি ২০২৩ - ভূগোল ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৫১. নিচের কোন গ্যাস বায়ুর সঙ্গে মিশে H2SO4 সৃষ্টি করে, যা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী?

ক. SO2 খ. H2O

গ. NH2 ঘ. NO2

৫২. বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে, তাকে কী ধরনের বায়ু বলে?

ক. অয়ন খ. শুষ্ক

গ. স্থানীয় ঘ. আর্দ্র

৫৩. বায়ুদূষণ প্রতিরোধে করণীয়—

i. বনায়ন

ii. জ্বালানি ব্যবস্থা নিয়ন্ত্রণ

iii. কীটনাশক প্রয়োগ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৪. বায়ুমণ্ডলের গ্যাসগুলোর মধ্যে সর্বাপেক্ষা প্রয়োজনীয় গ্যাস কোনটি?

ক. ওজোন খ. অক্সিজেন

গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই–অক্সাইড

নিচের উদ্দীপকের আলোকে ৫৫ ও ৫৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

৫৫.চিত্রে কোন দূষণ বোঝানো হয়েছে?

ক. মাটিদূষণ খ. বায়ুদূষণ

গ. পানিদূষণ ঘ. তেজস্ক্রিয়দূষণ

আরও পড়ুন

৫৬. উপরের দূষণের ফলে সৃষ্টি হয়—

i. ব্রঙ্কাইটিস

ii. ফরম্যালডিহাইড

iii. ডায়রিয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৭. বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ শতকরা কত?

ক. ০.০৩ % খ. ০.৪০ %

গ. ০.৫১ % ঘ. ০.৬১ %

৫৮. বায়ুমণ্ডলের সবচেয়ে ‘শীতল স্তর’ কোনটি?

ক. ট্রপোমণ্ডল খ. স্ট্রাটোমণ্ডল

গ. মেসোমণ্ডল ঘ. এক্সোমণ্ডল

৫৯. বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, বৃষ্টি, ঝড় ও বজ্রবিদ্যুৎ ঘটে?

ক. মেসোস্ফিয়ার

খ. স্ট্রাটোস্ফিয়ার

গ. ট্রপোস্ফিয়ার

ঘ. আয়নোস্ফিয়ার

৬০. ভূত্বকের গড় গভীরতা কত কিমি?

ক. ১০ কিমি খ. ২১ কিমি

গ. ৩৫ কিমি ঘ. ৪০ কিমি

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৫১.ক ৫২.ঘ ৫৩.ক ৫৪.খ ৫৫.খ ৫৬.ক ৫৭.খ ৫৮.গ ৫৯.গ ৬০.গ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন