অধ্যায় ১১
৩১. নিখিল পাকিস্তান শিক্ষক সম্মেলনে আরবি হরফে বাংলা লেখার প্রস্তাবের প্রতিবাদ করেন কে?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ্
খ. আবুল কাসেম
গ. এ কে ফজলুল হক
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
৩২. দুই পাকিস্তানের মধ্যে বিভক্তি দেখা দেয় প্রথম কী কারণে?
ক. ধর্মীয় খ. ভাষা
গ. সামরিক ঘ. অর্থনৈতিক
৩৩. ‘পূর্ব বাংলা ভাষা কমিটি’ কত সালে গঠিত হয়?
ক. ১৯৫০ খ. ১৯৪৮
গ. ১৯৪৯ ঘ. ১৯৪৭
৩৪. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের উদ্দেশ্য কী ছিল?
ক. ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদান
খ. অর্থনৈতিক বৈষম্য দূর করা
গ. ভাষা আন্দোলনকে বেগবান করা
ঘ. ভাষা আন্দোলন দমন করা
৩৫. কোন মুখ্যমন্ত্রী পূর্ব বাংলায় ১৪৪ ধারা জারি করেন?
ক. নুরুল মোমেন
খ. নূরুল আমিন
গ. নুরুল কাদের
ঘ. নুরুল বাশার
৩৬. জাতীয় শহীদ মিনার নির্মিত হয় কত সালে?
ক. ১৯৬২ খ. ১৯৬৩
গ. ১৯৬৪ ঘ. ১৯৬৫
৩৭. বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে কত সালে স্বীকৃতি দেওয়া হয়?
ক. ১৯৫৩ খ. ১৯৫৪
গ. ১৯৫৫ ঘ. ১৯৫৬
৩৮. ভাষা আন্দোলনের মূল চেতনা কী ছিল?
ক. বাঙালি জাতীয়তাবাদ
খ. মুসলিম জাতীয়তাবাদ
গ. হিন্দু জাতীয়তাবাদ
ঘ. পাকিস্তানি জাতীয়তাবাদ
৩৯. ভাষা আন্দোলনের অন্যতম তাৎপর্য ছিল কোনটি?
ক. অসাম্প্রদায়িক চেতনা
খ. মুসলিম লীগের চির বিদায়
গ. জড়বাদী আদর্শ গ্রহণ
ঘ. অগণতান্ত্রিক শাসন পরিচালনা
৪০. বাংলাদেশের কোন আন্দোলন আন্তর্জাতিক মর্যাদায় ভূষিত?
ক. ভাষা খ. খেলাধুলা
গ. নৃত্য ঘ. ধর্ম
সঠিক উত্তর
অধ্যায় ১১: ৩১.ক ৩২.খ ৩৩.গ ৩৪.ক ৩৫.খ ৩৬.খ ৩৭.ঘ ৩৮.ক ৩৯.ক ৪০.ক
মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চ বিদ্যালয়, ঢাকা