এইচএসসি ২০২৩ - জীববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

২১. কোনটিতে ক্রসিং ওভার সংঘটিত হয়?

ক. দুটি অপত্য ক্রোমোটিডে

খ. দুটি সিস্টার ক্রোমোটিডে

গ. দুটি নন–সিস্টার ক্রোমোটিডে

ঘ. দুটি পরিণত ক্রোমোটিডে

২২. একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয়—

i. হ্যাপ্লয়েড উদ্ভিদে

ii. ডিপ্লয়েড উদ্ভিদে

iii. পলিপ্লয়েড উদ্ভিদে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. ক্রসিং ওভারের বৈশিষ্ট্য হচ্ছে—

i. সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়

ii. নন–সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়

iii. হোমোলোগাস ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. মাইটোসিস ও মিয়োসিস–এর বৈসাদৃশ্য—

i. DNA রেপ্লিকেশন

ii. ক্রসিং ওভার

iii. ক্রোমোজোম সংখ্যা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. কোষচক্রের প্রস্তুতি পর্যায়ে—

i. কোষস্থ ক্রোমোজোমাল DNA এর অনুলিপন হয়

ii. ATP সরবরাহ বৃদ্ধি হয়

iii. RNA ও প্রোটিন সংশ্লেষণ হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. কোষ প্রস্তুতির DNA অনুলিপন উপপর্যায়ে—

i. DNA এর অনুলিপন হয়

ii. ৩০–৫০% সময় ব্যয় হয়

iii. বিভিন্ন প্রোটিন ও RNA সংশ্লেষিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

আলম স্যার উদ্ভিদবিজ্ঞান ক্লাসে মাইটোসিস কোষ বিভাজনের একটি পর্যায় নিয়ে আলোচনা করছিল। যেখানে অপত্য ক্রোমোজোমগুলো দুমেরুতে অবস্থান করে ও জলযোজন ঘটে।

২৭. শিক্ষকের বর্ণিত পর্যায়টি মাইটোসিসের কোন পর্যায়?

ক. প্রোফেজ খ. মেটাফেজ

গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ

২৮. উপরের মাইটোসিসের পর্যায়ে—

i. স্যাট ক্রোমোজোমের গৌণ কুঞ্জনে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে

ii. স্পিন্ডল ফাইবার বিলুপ্ত হয়

iii. কোষপ্লেটের সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের চিত্রের আলোকে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

২৯. X–এর পূর্ববর্তী ধাপকে কী বলে?

ক. আদ্য পর্যায় খ. মেটাফেজ–১

গ. অ্যানাফেজ–১ ঘ. গতি পর্যায়

৩০. চিত্রে Y ধাপের বৈশিষ্ট্য হচ্ছে—

i. নিউক্লিয়াসের জলযোজন

ii. স্পিন্ডল যন্ত্রের বিলুপ্ত হওয়া

iii. নিউক্লিওলাসের আবির্ভাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.গ ২২.গ ২৩.গ ২৪.গ ২৫.ঘ ২৬.ক ২৭.ঘ ২৮.ক ২৯.খ ৩০.খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা