সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)
সপ্তম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৪
৪১. করিম তাঁর নিজের এলাকায় একটি শিল্পকারখানা গড়ে তুলতে আগ্রহী। এ জন্য তাঁর প্রয়োজন—
i. মূলধন
ii. দক্ষ শ্রমিক ও কারিগর
iii. বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যবস্থাপক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২. বাংলাদেশ একটি শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের দেশে পরিণত হলে—
i. দারিদ্র্য হ্রাস পাবে
ii. বেকার সমস্যার সমাধান হবে
iii. জাতীয় আয় শক্তিশালী হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩. বৈদেশিক বাণিজ্য কী?
ক. পণ্য আমদানি ও রপ্তানি
খ. পণ্য রপ্তানি
গ. পণ্য আমদানি
ঘ. পণ্য বিক্রি
৪৪. বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয় কীভাবে?
ক. পণ্যশুল্ক নির্ধারণের মাধ্যমে
খ. পারস্পরিক চুক্তির আওতায়
গ. পণ্যমূল্য নির্ধারণ করে
ঘ. শুল্কমুক্ত সুবিধার মাধ্যমে
৪৫. দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত সামগ্রীর একটি অংশ বিদেশে পাঠানোকে কী বলা হয়?
ক. আমদানি খ. রপ্তানি
গ. প্রচার ঘ. উপহার
৪৬. বিদেশ থেকে পণ্য আমদানি ও বিদেশে পণ্য রপ্তানিকে কী বলা হয়?
ক. আমদানি বাণিজ্য খ. রপ্তানি বাণিজ্য
গ. পণ্য বাণিজ্য ঘ. বৈদেশিক বাণিজ্য
৪৭. বিশ্ব বাণিজ্য সংস্থা একটি আন্তর্জাতিক সংস্থা। বাংলাদেশের সঙ্গে কোনো দেশের বাণিজ্য হলে এই সংস্থাটি কোনটি দেখবে?
ক. বাণিজ্য শুল্ক নির্ধারণ
খ. যথাযথ দাম
গ. পণ্যের গুণগত মান
ঘ. পণ্যের পরিবহনব্যবস্থা
৪৮. SAFTA-এর পূর্ণরূপ কী?
ক. South Asian Free Tour Area
খ. South Asian Free Trade Area
গ. Sub Asian Free Trade Area
ঘ. South Africa Free Trade Area
৪৯. কিসের আওতায় বৈদেশিক বাণিজ্য পরিচালিত হয়?
ক. বিনিময়ের খ. দরপত্রের
গ. চুক্তির ঘ. চালান কপি
৫০. যে দেশের আমদানির চেয়ে রপ্তানির পরিমাণ বেশি, তাকে কী ধরা হয়?
ক. উন্নয়নশীল দেশ খ. অনুন্নত দেশ
গ. অনুন্নয়নশীল দেশ ঘ. উন্নত দেশ
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৪১.ঘ ৪২.ঘ ৪৩.ক ৪৪.খ ৪৫.খ ৪৬.ঘ ৪৭.ক ৪৮.খ ৪৯.গ ৫০.ঘ
মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)