এইচএসসি ২০২৩ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

১. ‘NASW’–এর পূর্ণরূপ কী?

ক. National Administration of social workers

খ. National Association of several workers

গ. National Association of social workers

ঘ. Normative Aim of social workers

২. ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ কত সালে সিংহাসনে আরোহণ করেন?

ক. ১৫৫৫ সালে খ. ১৫৫৬ সালে

গ. ১৫৫৭ সালে ঘ. ১৫৫৮ সালে

৩. কত সালে প্রণীত আইনকে ‘এলিজাবেথীয় দরিদ্র আইন’ হিসেবে অ্যাখ্যায়িত করা হয়?

ক. ১৬০১ সালে খ. ১৬০৬ সালে

গ. ১৬১১ সালে ঘ. ১৬২৫ সালে

৪. শিল্পবিপ্লবের প্রত্যক্ষ ফল কী?

ক. শিল্পায়ন খ. চাহিদা বৃদ্ধি

গ. নগরায়ন ঘ. দরিদ্র বৃদ্ধি

৫. ১৮৩৪ সালের দরিদ্র আইনে দরিদ্র শ্রমাগারকে ‘দরিদ্র জেলখানা’ হিসেবে অভিহিত করেন কে?

ক. জন ব্রিড স্যামনার

খ. রিচার্ড ওয়েস্টলার

গ. অ্যাডউইন চ্যাডউইক

ঘ. কার্ল মার্ক্স

৬. ১৯০৫ সালের রাজকীয় কমিশনের সভাপতি কে ছিলেন?

ক. লর্ড মাউন্টব্যাটেন

খ. লর্ড জজ হ্যামিলটন

গ. লর্ড কর্নওয়ালিস

ঘ. লর্ড জর্জ হার্ডিঞ্জ

৭. সামাজিক নিরাপত্তা কর্মসূচির সৃষ্টি হয় কোন আইন দ্বারা?

ক. ১৮৩৪ সালের দরিদ্র আইন

খ. ১৯০৫ সালের দরিদ্র আইন কমিশন

গ. ১৯৪২ সালের বিভারিজ রিপোর্ট

ঘ. ১৯৮৫ সালের আইন দ্বারা

৮. ‘বিভারিজ রিপোর্ট’ প্রদত্ত সুপারিশমালা বাস্তবে প্রয়োগ করার জন্য কয়টি নীতি উল্লেখ করা হয়?

ক. ৫টি খ. ৯টি

গ. ৬টি ঘ. ১০টি

৯. বিভারিজ রিপোর্টে কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্বারোপ করা হয়েছে?

ক. পারিবারিক নিরাপত্তা

খ. সামাজিক নিরাপত্তা

গ. শ্রমিকদের নিরাপত্তা

ঘ. বৃদ্ধদের নিরাপত্তা

১০. ‘এনসাইক্লোপিডিয়া অব সোশ্যাল ওয়ার্ক’- গ্রন্থটি কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়?

ক. COS খ. NASW

গ. AASW ঘ. CSWE

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.গ ২.ঘ ৩.ক ৪.ক ৫.খ ৬.খ ৭.গ ৮.গ ৯.খ ১০.খ

মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা