এইচএসসি ২০২৩ - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

উদ্দীপকটি পড়ে ৮১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

দীন মোহাম্মদ একটি ফার্মের মালিক। গত বছর তাঁর আয় হয় ১ কোটি টাকা। তারল্য হিসাবে ২০ লাখ টাকা রেখে অবশিষ্ট ৮০ লাখ টাকা পোস্ট অফিসে জমা রাখেন।

৮১. যদি জনাব দীন মোহাম্মদ তার আয়ের পুরোটাই পোস্ট অফিসে জমা রাখেন, তাহলে—

i. মুনাফালভ্যতা বৃদ্ধি পাবে

ii. তারল্য হ্রাস পাবে

iii. প্রতিষ্ঠানের দেউলিয়া হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৮২ ও ৮৩ নম্বর প্রশ্নগুলোর উত্তর দাও।

হালিমা লিমিটেড ১২% সুদে রূপসা ব্যাংক লিমিটেড থেকে ৫,০০,০০,০০০ টাকা ঋণ নিল। ২০২০ সালে কোম্পানি ১০,০০,০০০ টাকা মুনাফা করল। পরিচালনাপর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী মুনাফা শেয়ারহোল্ডারদের মধ্যে শেয়ার অনুপাতে বণ্টন করল। কিন্তু ২০২১ সালে কাঁচামাল কিনতে গিয়ে কোম্পানি দেখল, পর্যাপ্ত নগদ অর্থ নেই।

৮২. হালিমা লিমিটেড অর্থায়নের কোন নীতি অনুসরণ না করায় কাঁচামাল ক্রয়ে সমস্যা দেখা দেয়?

ক. তারল্য ও মুনাফা নীতি

খ. ঝুঁকি ও মুনাফা নীতি

গ. পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি

ঘ. অর্থের সময় মূল্যনীতি

৮৩. উদ্দীপকে হালিমা লিমিটেডের গৃহীত সিদ্ধান্ত হচ্ছে—

i. অর্থায়ন

ii. বিনিয়োগ

iii. লভ্যাংশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৮৪ ও ৮৫ নম্বর প্রশ্নগুলোর উত্তর দাও।

দেশের একটি সুপ্রতিষ্ঠিত উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য দেশের বাইরে রপ্তানি করে। বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকার বাইরে আরও একটি প্ল্যান্ট স্থাপন করতে চায়। এ জন্য প্রচুর অর্থের প্রয়োজন।

৮৪. প্রতিষ্ঠানটি তাদের অর্থায়নের জন্য—

i. শেয়ার বিক্রি করতে পারে

ii. ঋণপত্র ইস্যু করতে পারে

iii. বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৫. উদ্দীপকের আলোকে গৃহীত আর্থিক সিদ্ধান্তের ফলাফল কী হবে?

ক. শেয়ারহোল্ডারদের লভ্যাংশ কমবে

খ. প্রতিষ্ঠানের মুনাফা ও ঝুঁকি বাড়বে

গ. প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হবে

ঘ. প্রতিষ্ঠানটি ঋণখেলাপি হিসেবে বিবেচিত হবে

উদ্দীপকটি পড়ে ৮৬ ও ৮৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মি. রাউফ তার এলাকায় ১০,০০,০০০ টাকা নিয়ে একটি ব্যবসা চালু করার কথা ভাবছেন, যা পরিচালনায় ৪–৫ জন কর্মচারী প্রয়োজন। রাষ্ট্রের সুনাগরিক হিসেবে তিনি ট্রেড লাইসেন্স করার এবং নিয়মিত কর পরিশোধের চিন্তা করছেন।

৮৬. উদ্দীপকে মি. রাউফের কার্যক্রমকে অর্থায়নের ভাষায় কোন ধরনের কার্যক্রম বলা যাবে?

ক. অর্থায়ন কার্যক্রম

খ. ঋণ গ্রহণ কার্যক্রম

গ. বিনিয়োগ কার্যক্রম

ঘ. সামাজিক কার্যক্রম

৮৭. মি. রাউফের ব্যবসাটি লাভজনক হলে সরকারের কী হবে?

ক. মুনাফা বৃদ্ধি পাবে

খ. সমর্থন বৃদ্ধি পাবে

গ. কর প্রাপ্তি হবে

ঘ. সম্পদের সর্বোত্তম ব্যবহার হবে

নিচের উদ্দীপকটি পড়ে ৮৮ ও ৮৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মণ্ডল এন্টারপ্রাইজ অধিক মুনাফার প্রত্যাশায় প্রতিষ্ঠানের অধিকাংশ অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ করলেন। কিছুদিন পর পাওনাদারদের পাওনা পরিশোধে ব্যর্থ হয়ে প্রতিষ্ঠানটি আস্থা সংকটে পড়ে গেল। প্রতিষ্ঠানটির পক্ষে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা দুরূহ হয়ে উঠল।

৮৮. মণ্ডল এন্টারপ্রাইজ অর্থায়নের কোন নীতি লঙ্ঘন করেছে?

ক. তারল্য ও মুনাফা খ. ঝুঁকি ও মুনাফা

গ. পোর্টফোলিও ঘ. উপযুক্ততার

৮৯. মণ্ডল এন্টারপ্রাইজের সংকট উত্তরণের তাৎক্ষণিক উপায় কী?

ক. শেয়ার ইস্যু

খ. ঋণপত্র বিক্রি করা

গ. স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ

ঘ. অধিকার শেয়ার ইস্যু

নিচের উদ্দীপকটি পড়ে ৯০ ও ৯১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

পান্না লিমিটেডের আর্থিক ব্যবস্থাপক জনাব রবিন এমন একটি লক্ষ্য অর্জনের চেষ্টা করছেন, যেটি প্রতিষ্ঠানের শেয়ারের বাজারমূল্য বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত।

৯০. জনাব রবিন অর্থায়নের কোন লক্ষ্য অর্জনের চেষ্টা করছেন?

ক. মুনাফা সর্বোচ্চকরণ

খ. সম্পদ সর্বোচ্চকরণ

গ. বিক্রয় সর্বোচ্চকরণ

ঘ. ব্যয় সর্বনিম্নকরণ

সঠিক উত্তর

অধ্যায় ১: ৮১.ঘ ৮২.ক ৮৩.গ ৮৪.ঘ ৮৫.খ ৮৬.গ ৮৭.গ ৮৮.গ ৮৯.গ ৯০.খ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা