এইচএসসি ২০২২ - বাংলা ২য় পত্র | ব্যাকরণিক শ্রেণি (১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

শব্দ ও ভাষার শুদ্ধ প্রয়োগ

১। অশুদ্ধ: রবীন্দ্রনাথ ঠাকুর ভয়ংকর কবি ছিলেন।

শুদ্ধ: রবীন্দ্রনাথ ঠাকুর অসাধারণ কবি ছিলেন।

২। অশুদ্ধ: শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করব।

শুদ্ধ: শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব।

৩। অশুদ্ধ: বাক্যটির উত্কর্ষতা প্রশংসনীয়।

শুদ্ধ: বাক্যটির উত্কর্ষ প্রশংসনীয়।

৪। অশুদ্ধ: তাকে স্বপরিবারে দাওয়াত করো।

শুদ্ধ: তাকে সপরিবার দাওয়াত করো।

৫। অশুদ্ধ: আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।

শুদ্ধ: আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি।

৬। অশুদ্ধ: শুধুমাত্র তুমি গেলেই হবে।

শুদ্ধ: শুধু তুমি গেলেই হবে।

৭। অশুদ্ধ: তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার।

শুদ্ধ: তার বৈমাত্রেয় ভ্রাতা ডাক্তার।

৮। অশুদ্ধ: দারিদ্রতাকে জয় করতে হলে, পরিশ্রম করো।

শুদ্ধ: দারিদ্র্যকে জয় করতে হলে, পরিশ্রম করো।

৯। অশুদ্ধ: পূর্বদিকে সূর্য উদয় হয়।

শুদ্ধ: পূর্ব দিকে সূর্য উদিত হয়।

১০। অশুদ্ধ: গীতাঞ্জলী পড়েছ কি?

শুদ্ধ: ‘গীতাঞ্জলি’ পড়েছ কি?

১১। অশুদ্ধ: নদীর জল হ্রাস হয়েছে।

শুদ্ধ: নদীর জল হ্রাস পেয়েছে।

১২। অশুদ্ধ: এ কথা প্রমাণ হয়েছে।

শুদ্ধ: এ কথা প্রমাণিত হয়েছে।

১৩। অশুদ্ধ: আমার এ পুস্তকের কোনো আবশ্যক নেই।

শুদ্ধ: আমার এ পুস্তকের কোনো আবশ্যকতা নেই।

১৪। অশুদ্ধ: তোমার তথ্য গ্রাহ্যযোগ্য নয়।

শুদ্ধ: তোমার তথ্য গ্রহণযোগ্য নয়।

১৫। অশুদ্ধ: অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।

শুদ্ধ: অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন।

১৬। অশুদ্ধ: তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন।

শুদ্ধ: তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন।

১৭। অশুদ্ধ: ইহার আবশ্যক নেই।

শুদ্ধ: ইহার আবশ্যকতা নেই।

১৮। অশুদ্ধ: সে সভায় উপস্থিত ছিলেন।

শুদ্ধ: তিনি সভায় উপস্থিত ছিলেন।

১৯। অশুদ্ধ: আমার এ কাজে সহযোগীতা নেই।

শুদ্ধ: এ কাজে আমার সহযোগিতা নেই।

২০। অশুদ্ধ: দৈন্যতা প্রশংসনীয় নয়।

শুদ্ধ: দৈন্য প্রশংসনীয় নয়।

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা