এইচএসসি ২০২৩ - হিসাববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

১১. লাভ–লোকসান হিসাব প্রস্তুত বাধ্যতামূলক কেন?

ক. বণ্টনযোগ্য মুনাফা নির্ণয় করা হয় বলে

খ. মুনাফা নির্ণয়ের লক্ষ্যে প্রস্তুত হয় বলে

গ. আর্থিক বিবরণীর একটি ধাপ বলে

ঘ. এটি ছাড়া আর্থিক বিবরণী প্রস্তুত অসম্ভব বলে

১২. অংশীদারদের মূলধন হিসাব সংরক্ষণের পদ্ধতি কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

১৩. অংশীদারি ব্যবসায় নিবন্ধনের দ্বারা কোনটি ঘটে?

ক. খরচ বৃদ্ধি পায়

খ. আইনগত সত্তার সৃষ্টি হয়

গ. আন্তর্জাতিক ব্যবসায় করা যায়

ঘ. দায় কমে

১৪. কোন অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক?

ক. সীমিত খ. ঐচ্ছিক

গ. বিশেষ ঘ. ব্যাংকিং

১৫. কোনটি অংশীদারদের ব্যক্তিগত হিসাব?

ক. লাভ–লোকসান

খ. ক্রয়–বিক্রয়

গ. উদ্ধৃত্তপত্র

ঘ. চলতি হিসাব

১৬. অংশীদারি কারবারের উত্তোলনের সুদ কী নির্দেশ করে?

ক. আয় খ. ব্যয়

গ. দায় ঘ. মূলধন

১৭. সান ও মুনের লাভ–ক্ষতি বণ্টন অনুপাত ২: ১। স্টারকে নতুন অংশীদার হিসেবে কারবারে লাভের ১/৪ অংশ প্রদান করা হলে তাদের কারবারের লাভ–ক্ষতি বণ্টন অনুপাত কত হবে?

ক. ৩: ২: ১ খ. ২: ২: ১

গ. ২: ১: ১ ঘ. ১: ১: ১

১৮. রাশেদ ও মিলন দুজন অংশীদার। তাদের মুনাফার অনুপাত ২:১। তারা মিজানকে ১০% মুনাফার বিনিময়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। মুনাফার নতুন অনুপাত কত?

ক. ৬: ৩: ১ খ. ৫: ৩: ১

গ. ৩: ৬: ২ ঘ. ৩: ২: ১

১৯. ‘ক’, ‘খ’ ও ‘গ’ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার তাদের লাভ–ক্ষতি বণ্টনের অনুপাত ৫: ৩: ১। মুনাফা ১,৬২,০০০ টাকা হলে ‘খ’–এর প্রাপ্য মুনাফার পরিমাণ কত হবে?

ক. ১৮,০০০ টাকা খ. ২০,০০০ টাকা

গ. ৫২,০০০ টাকা ঘ. ৫৪,০০০ টাকা

২০. অংশীদারি ব্যবসায়ে বণ্টনযোগ্য আয় নির্ধারণকালে কোন ব্যয়টি হিসাবে অন্তর্ভুক্ত হয় না?

ক. বিমা খরচ

খ. জীবনবিমার প্রিমিয়াম খরচ

গ. ভাড়া খরচ

ঘ. বিদ্যুৎ খরচ

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১.খ ১২.ক ১৩.খ ১৪.ক ১৫.গ ১৬.ক ১৭.গ ১৮.ক ১৯.ঘ ২০.খ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

আরও পড়ুন