বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) : অধ্যায় ৩ | অর্থনীতি ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

১. ‘শিল্পনীতি ২০১০’ অনুযায়ী বাংলাদেশের শিল্পকে কত ভাগে ভাগ করা হয়েছে?

ক. ২ ভাগে খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

২. জ্ঞান ও পুঁজিনির্ভর উচ্চ প্রযুক্তিভিত্তিক শিল্পকে কী বলা হয়?

ক. মাইক্রো শিল্প খ. আইটি শিল্প

গ. হাইটেক শিল্প ঘ. বৃহৎ শিল্প

৩. ‘শিল্পনীতি ২০১০’ অনুযায়ী কুটিরশিল্পে শ্রমিক সংখ্যা কত?

ক. ১০ জন খ. ২০ জন

গ. ৩০ জন ঘ. ৪০ জন

৪. পাট ও সিমেন্টশিল্প কোন খাতের শিল্প?

ক. ম্যানুফ্যাকচারিং

খ. বৃহৎ

গ. নন–ম্যানুফ্যাকচারিং

ঘ. মাঝারি

৫. কাচ, সাবান ও রেশম কোন শিল্পের অন্তর্ভুক্ত?

ক. বৃহৎ খ. মাঝারি

গ. ক্ষুদ্র ঘ. কুটির

আরও পড়ুন

৬. বাংলাদেশে কতটি ইপিজেড রয়েছে?

ক. ৫টি খ. ৬টি

গ. ৭টি ঘ. ৮টি

৭. বাংলাদেশে কত সালে সর্বপ্রথম পাটকল স্থাপিত হয়?

ক. ১৯৫১ সালে খ. ১৯৫২ সালে

গ. ১৯৫৩ সালে ঘ. ১৯৫৪ সালে

৮. তৈরি পোশাক শিল্পের সমস্যা সমাধানে প্রয়োজন—

i. সুষ্ঠু আমদানি নীতি

ii. প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণ

iii. শ্রমিক সমস্যার নিরসন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. পাটশিল্প উন্নয়নে প্রয়োজন—

i. কাঁচা পাটের উপযুক্ত দাম নির্ধারণ

ii. কাঁচা পাটের গুণগত মান উন্নয়ন

iii. পাটচাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. বাংলাদেশের পোশাকশিল্পে প্রথম বিনিয়োগ আসে কোন দেশ থেকে?

ক. চীন খ. যুক্তরাষ্ট্র

গ. কোরিয়া ঘ. মালদ্বীপ

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.ক ২.গ ৩.ক ৪.ক ৫.গ ৬.ঘ ৭.ক ৮.ঘ ৯.ঘ ১০.গ

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

আরও পড়ুন