এইচএসসি ২০২৩ - সমাজকর্ম ২য় পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

৪১. সামাজিক সমস্যার বৈশিষ্ট্য হিসেবে যা অধিক যুক্তযুক্ত?

i. সমাজ কর্তৃক সৃষ্ট

ii. সামাজিক বিশৃঙ্খলার উদ্ভাবক

iii. সামাজিক আদর্শের পরিপন্থী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪২. আধুনিক পুঁজিবাদী সমাজের অন্যতম বৈশিষ্ট্য কী?

ক. সম্পদের সুষম বণ্টন

খ. সম্পদের অসম বণ্টন

গ. সম্পদের দুষ্প্রাপ্যতা

ঘ. সম্পদের স্বল্পতা

৪৩. C M Case –এর মতে, সামাজিক সমস্যার উৎস কয়টি?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

৪৪. এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের সময় ব্যক্তি কোন ধরনের সমস্যায় পড়ে?

ক. বর্ণগত খ. বংশগত

গ. ভাষাগত ঘ. জাতিগত

৪৫. পৃথিবীর যাবতীয় অপরাধ, দুর্নীতি ও সন্ত্রাসের কেন্দ্রস্থল হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?

ক. পাড়া খ. মহল্লা

গ. মফস্বল ঘ. নগর

নিচের উদ্দীপকটি লক্ষ করে ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

যৌতুক

জনসংখ্যা স্ফীতি— ? — অপুষ্টি

বেকারত্ব

৪৬. উদ্দীপকের (?) চিহ্নিত স্থানে কোনটি বসবে?

ক. সামাজিক প্রতিষ্ঠান

খ. সামাজিক সমস্যা

গ. সামাজিক ঘটনাবলি

ঘ. সামাজিক সংস্থা

৪৭. উক্ত বিষয়টির বৈশিষ্ট্য হলো—

i. নির্দিষ্ট একজন ব্যক্তির ওপর প্রভাব বিস্তারকারী

ii. যৌথ প্রচেষ্টা

iii. সমাধানযোগ্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৮. বিচ্যুত আচরণ সৃষ্টির যৌক্তিক কারণ কোনটি?

ক. শারীরিক চাপ খ. দৈহিক চাপ

গ. মানসিক চাপ ঘ. অতিরিক্ত চাপ

৪৯. সমাজের সমস্যাগুলো কেমন?

ক. আন্তঃসম্পর্কীয়

খ. বহিঃসম্পর্কীয়

গ. দূরসম্পর্কীয়

ঘ. নেতিবাচক সম্পর্কীয়

৫০. আর কে মারটন সামাজিক সমস্যাকে কয়টি মহৎ অংশে বিভক্ত করেছেন?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৪১.ঘ ৪২.খ ৪৩.গ ৪৪.গ ৪৫.ঘ ৪৬.খ ৪৭.গ ৪৮.গ ৪৯.ক ৫০.ক

মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা