এইচএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | আমি কিংবদন্তির কথা বলছি : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

আমি কিংবদন্তির কথা বলছি

১. আবু জাফর ওবায়দুল্লাহ কত সালে বাংলা একাডেমি পুরস্কার পান?

ক. ১৯৭৮ খ. ১৯৭৯

গ. ১৯৮০ ঘ. ১৯৮৮

২. আবু জাফর ওবায়দুল্লাহর জন্ম কোন জেলায়?

ক. নোয়াখালী খ. পিরোজপুর

গ. বরিশাল ঘ. গোপালগঞ্জ

৩. পূর্বপুরুষের কোথায় ক্ষত ছিল?

ক. হাতে খ. পায়ে

গ. পিঠে ঘ. বুকে

৪. জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কী?

ক. বাণী খ. গান

গ. নির্দেশ ঘ. কবিতা

৫. যে কবিতা শোনে না সে আজন্ম কী থেকে যাবে?

ক. পাপী খ. নিষ্ঠুর

গ. ক্রীতদাস ঘ. অমানুষ

৬. কে বলতেন প্রবহমান নদী তাকেও ভাসিয়ে রাখে, যে সাঁতার জানে না?

ক. মা খ. কবি

গ. নূরল ঘ. পূর্বপুরুষ

৭. আমরা কি তাঁর মতো স্বাধীনতার-----বলতে পারবো। শূন্যস্থানে কী হবে?

ক. গল্প খ. ইতিহাস

গ. কথা ঘ. গৌরব

৮. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতানুসারে ভালোবেসে কী আসে?

ক. যন্ত্রণা খ. কাতরতা

গ. প্রাপ্তি ঘ. যুদ্ধ

৯. বাংলায় ভূমিজীবী অনার্য কারা?

ক. আদিবাসীরা খ. হিন্দুরা

গ. ক্রীতদাসরা ঘ. অন্তজরা

১০. কিসে সবকিছু শুচি হয়ে যায়?

ক. জলে খ. বাতাসে

গ. তেলে ঘ. আগুনে

সঠিক উত্তর

আমি কিংবদন্তির কথা বলছি: ১.খ ২.গ ৩.গ ৪.ঘ ৫.গ ৬.ক ৭.গ ৮.ঘ ৯.গ ১০.ঘ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা