এইচএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | আমি কিংবদন্তির কথা বলছি : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
আমি কিংবদন্তির কথা বলছি
৩১. নদী শব্দের সমার্থক শব্দ হিসেবে প্রযোজ্য হলো—
i. তটিনী
ii. তরঙ্গিণী
iii. কল্লোলিনী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও ii ঘ. i, ii ও iii
৩২. ‘আমি বিচলিত স্নেহের কথা বলছি’—চরণটিতে কবির যে মনোভাব প্রকাশ পেয়েছে—
i. শঙ্কা
ii. ভালোবাসা
iii. করুণা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. কবি কোন ইতিহাস থেকে জেনেছেন যে ভালোবাসার জন্য, সবাইকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য পরিবারবর্গকে ছেড়ে চলে যেতে হয়?
ক. স্বাধীনতা যুদ্ধ
খ. ভাষা আন্দোলন
গ. দেশ বিভাগ
ঘ. গণ-অভ্যূত্থান
৩৪. কবি কেন তার পূর্বপুরুষের কথা বলেছেন?
ক. সাহসী ছিল বলে
খ. নিপীড়িত হয়েছে বলে
গ. জমিদার ছিল বলে
ঘ. গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে বলে
নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
এই বাংলার মানুষের ইতিহাস গৌরবের ইতিহাস। এখানে মানুষেরা বারবার অত্যাচারিত হয়েছে, বারবার ঘুরে দাঁড়িয়েছে টিকে থাকার লড়াইয়ে।
৩৫. উদ্দীপকের বিষয়বস্তুর সঙ্গে তোমার পঠিত কোন কবিতার সাদৃশ্য রয়েছে?
ক. আমি কিংবদন্তির কথা বলছি
খ. রক্তে আমার অনাদি অস্থি
গ. সেই অস্ত্র
ঘ. নূরলদীনের কথা মনে পড়ে যায়
৩৬. উদ্দীপক ও উপরিউক্ত উত্তরের কবিতার মূল বিষয়বস্তু হলো—
i. সংগ্রাম
ii. বিজয়
iii. হাজার বছরের ইতিহাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রহিমের স্কুলের শিক্ষক তাদের বাংলা পড়াতে এসে কবিতার গুরুত্ব ও তার মর্মার্থ নিয়ে আলোচনা করলেন। তিনি বললেন, ‘যে কবিতা শুনতে জানে না সে অন্যের ক্ষতি করতে পারে।’
৩৭. উদ্দীপকের ভাবার্থের সঙ্গে তোমার পঠিত কোন কবিতার মিল রয়েছে?
ক. নূরলদীনের কথা মনে পড়ে যায়
খ. আমি কিংবদন্তির কথা বলছি
গ. লোক-লোকান্তর
ঘ. সেই অস্ত্র
৩৮. উদ্দীপক ও উক্ত কবিতাটির ভাবার্থের স্বরূপ—
i. বাঙালি সংস্কৃতির বাহক
ii. বাঙালির সংগ্রাম ও বিজয়
iii. বাঙালির আবেগপ্রবণতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. বাংলার ভূমিজীবী অনার্য কারা?
ক. আদিবাসীরা খ. হিন্দুরা
গ. ক্রীতদাসেরা ঘ. আত্মজনেরা
৪০. ‘শ্বাপদ’ শব্দের ক্ষেত্রে গ্রহণযোগ্য শব্দ হলো নিচের কোনটি?
ক. নদী
খ. মরুভূমি
গ. হিংস্র মাংসাশী প্রাণী
ঘ. বিস্তৃত মাঠ
সঠিক উত্তর
আমি কিংবদন্তির কথা বলছি: ৩১.ঘ ৩২.ক ৩৩.ক ৩৪.ঘ ৩৫.ক ৩৬.ঘ ৩৭.খ ৩৮.ক ৩৯.গ ৪০.গ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)