তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

২১. সামাজিক যোগাযোগমাধ্যমের ওয়েবসাইট হলো—

i. www.facebook.com

ii. www.twitter.com

iii. www.instagram.com

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. ভার্চ্যুয়াল রিয়েলিটি মূলত—

i. কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত

ii. একটি হাই কোয়ালিটির ভিডিও গেমস

iii. একটি থ্রিডি ভিডিও

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. ড্রপবক্স কী?

ক. একধরনের অস্থায়ী মেমোরি

খ. একধরনের হার্ডডিস্ক

গ. অফলাইনে তথ্য রাখার জায়গা

ঘ. অনলাইনে তথ্য রাখার জায়গা

২৪. অনলাইনের মাধ্যমে ব্যবসা–বাণিজ্য করাকে কী বলে?

ক. ই–মেইল খ. ই–বুক

গ. ই–গভর্ন্যান্স ঘ. ই–কমার্স

২৫. EFT–এর পূর্ণ রূপ কী?

ক. Electronic File Transaction

খ. Electronic File Transfer

গ. Electronic Fund Transfer

ঘ. Electronic Fund Transport

নিচের উদ্দীপকের আলোকে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

উচ্চফলনশীল ধান গবেষণায় নতুন প্রযুক্তি ব্যবহার করায় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বাংলাদেশ বর্তমানে চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করছে।

২৬. উদ্দীপকের নতুন প্রযুক্তি কোনটি?

ক. বায়োমেট্রিকস

খ. বায়োইনফরমেটিকস

গ. ন্যানোটেকনোলজি

ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

২৭. উদ্দীপকের কর্মকাণ্ডে—

i. ভূমির উর্বরতায় নেতিবাচক প্রভাব পড়বে

ii. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে

iii. জীববৈচিত্র্যের সৃষ্টি হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮. নিচের কোনটি Blog-এর বাংলা প্রতিশব্দ?

ক. সাপ্তাহিক পত্রিকা খ. ব্যক্তিকেন্দ্রিক লাইব্রেরি

গ. ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা ঘ. পারিবারিক লাইব্রেরি

২৯. Blog কোন শব্দের সং​ক্ষিপ্ত রূপ?

ক. Blogger খ. Weblog

গ. E-Blog ঘ. Online blog

৩০. বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে কী বলে?

ক. ভার্চ্যুয়াল রিয়েলিটি খ. ভার্চ্যুয়াল ফাংশন

গ. ভার্চ্যুয়াল পাস্ট ঘ. ভার্চ্যুয়ালিটি

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১.ঘ ২২.ঘ ২৩.ঘ ২৪.ঘ ২৫.গ ২৬.ঘ ২৭.ঘ ২৮.গ ২৯.খ ৩০.ক

এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা