রসায়ন - এসএসসি পরীক্ষা ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

প্রিয় এসএসসি ২০২৪ পরীক্ষার্থী, রসায়ন পরীক্ষা উপলক্ষে শেষ মুহুর্তে দেখে নাও অধ্যায় ১ ও অধ্যায় ২ থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন।

অধ্যায় ১

১. আধুনিক ‘রসায়নের জনক’ বলা হয় কোন বিজ্ঞানীকে?

ক. জন ডাল্টন

খ. রবার্ট বয়েল

গ. অ্যান্টনি ল্যাভয়সিয়ে

ঘ. নিলস বোর

২. কপারের সঙ্গে অন্য কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়?

ক. লোহা খ. জিংক

গ. টিন ঘ. লেড

৩. অ্যাটমের ধারণা দেন কে?

ক. অ্যারিস্টটল খ. ডেমোক্রিটাস

গ. জন ডাল্টন ঘ. ল্যাভয়সিয়ে

৪. কাঁচা আমে কোন অ্যাসিড থাকে?

ক. অক্সালিক অ্যাসিড

খ. ফরমিক অ্যাসিড

গ. সাক্সিনিক অ্যাসিড

ঘ. অ্যাসিটিক অ্যাসিড

৫. ফল পাকলে কী ধরনের পরিবর্তন ঘটে?

ক. সালোকসংশ্লেষণ

খ. রাসায়নিক

গ. দহন

ঘ. ধাতব

৬. কেরোসিন ও মোমের মূল উপাদান কোনটি?

ক. সালফার খ. কার্বোহাইড্রেট

গ. হাইড্রোকার্বন ঘ. কার্বন

৭. পেটের অ্যাসিডিটির জন্য কোন অ্যাসিড দায়ী?

ক. HCI খ. HNO3

গ. H2SO4 ঘ. CH3-COOH

৮. হাইড্রোকার্বন হলো—

i. কেরোসিন

ii. মোম

iii. প্রাকৃতিক গ্যাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. খাবারের পানি মানবদেহে—

i. বিভিন্ন পদার্থের দ্রাবক হিসেবে কাজ করে

ii. বিষাক্ত পদার্থ বের করে দেয়

iii. Ca ও Mg ধাতুর লবণ সরবরাহ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. বিদ্যুৎ উৎপাদনের জন্য অনবায়নযোগ্য প্রচলিত শক্তির উৎস কী?

ক. সৌরশক্তি খ. জীবাশ্ম জ্বালানি

গ. বায়ুশক্তি ঘ. জৈবশক্তি

১১. খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণে নিচের কোন পদার্থটি ব্যবহৃত হয়?

ক. প্রিজারভেটিভস খ. কীটনাশক

গ. ওষুধ ঘ. সার

১২. কৃষিকাজে কীটনাশক ব্যবহার করা হয় কী উদ্দেশ্যে?

ক. জমির উর্বরতা বৃদ্ধির জন্য

খ. ফসলের পুষ্টির জন্য

গ. পোকামাকড় দমনে

ঘ. আগাছা নির্মূলের জন্য

১৩. জীববৈচিত্র্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর—

i. সৌরশক্তির ব্যবহার

ii. কীটনাশকের ব্যবহার

iii. শিল্পকারখানা স্থাপন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪. ভারী ধাতু কোনগুলো—

i. পারদ, লেড, কোবাল্ট

ii. লেড, হাইড্রোজেন, ক্যালসিয়াম

iii. আর্সেনিক, কোবাল্ট, লেড

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫. রাসায়নিক পদার্থের পরিমিত ব্যবহারে—

i. ম্যাক্রো পদ্ধতি বেশি উপযোগী

ii. দূষণ কম হয়

iii. পানির pH সমতায় থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. রসায়নে অনুসন্ধান ও গবেষণার ধাপ কয়টি?

ক. ৫টি খ. ৬টি

গ. ৭টি ঘ. ৮টি

১৭. অনুসন্ধান ও গবেষণাপ্রক্রিয়ার দ্বিতীয় ধাপ কোনটি?

ক. কাজের পরিকল্পনা

খ. তথ্য ও উপাত্ত বিশ্লেষণ

গ. বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান

ঘ. পরীক্ষণ ও তথ্য–উপাত্ত সংগ্রহ

১৮. ক্যালসিয়াম অক্সাইড ও পানির বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?

ক. তাপ উৎপন্ন হয় খ. তাপ শোষিত হয়

গ. অ্যাসিড উৎপন্ন হয় ঘ. লবণ উৎপন্ন হয়

১৯. অ্যামোনিয়াম ক্লোরাইড কী মাত্রায় পানিতে দ্রবণীয়?

ক. সম্পূর্ণ দ্রবণীয় খ. আংশিক মাত্রায় অদ্রবণীয়

গ. অদ্রবণীয় ঘ. সামান্য পরিমাণে দ্রবণীয়

২০. বিস্ফোরক পদার্থ নয় কোনটি?

ক. টিএনটি

খ. জৈব পার–অক্সাইড

গ. নাইট্রোগ্লিসারিন

ঘ. টলুইন

২১. কোনটি উত্তেজক পদার্থ?

ক. নাইট্রাস অক্সাইড

খ. মিথানল

গ. ইথার

ঘ. বেনজিন

২২. বিপজ্জনক সাংকেতিক চিহ্ন দ্বারা কোনটি বোঝায়?

ক. বিস্ফোরক দ্রব্য

খ. মারাত্মক বিষাক্ত পদার্থ

গ. জারক পদার্থ

ঘ. তেজস্ক্রিয় পদার্থ

২৩. নিচের কোন হ্যালোজেনটি ত্বকে লাগলে ক্ষতি হতে পারে?

ক. ফ্লোরিন খ. ক্লোরিন

গ. ব্রোমিন ঘ. আয়োডিন

২৪. ক্যানসারের মতো কঠিন রোগ সৃষ্টি করতে পারে কোন যৌগ?

ক. টলুইন খ. সিমেন্ট ডাস্ট

গ. লঘু অ্যাসিড ঘ. নাইট্রাস অক্সাইড

২৫. নাইট্রাস অক্সাইড কোন ধরনের পদার্থ

ক. বিষাক্ত পদার্থ

খ. দাহ্য পদার্থ

গ. বিস্ফোরক পদার্থ

ঘ. উত্তেজক পদার্থ

২৬. নিচের কোনটি শ্বাসকষ্টের জন্য দায়ী?

ক. N2 খ. H2

গ. Cl2 ঘ. CO2

২৭. স্বাস্থ্যে ঝুঁকিপূর্ণ পদার্থ নয় নিচের কোনটি?.

ক. বেনজিন খ. টিএনটি

গ. টলুইন ঘ. জাইলিন

২৮. নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ?

ক. ইউরেনিয়াম

খ. হাইড্রোক্লোরিক অ্যাসিড

গ. নাইট্রাস অক্সাইড

ঘ. বেনজিন

২৯. রাসায়নিক দ্রব্য সংরক্ষণের সময় যা মাথায় রাখা জরুরি—

i. মাত্রাতিরিক্ত ভিত্তিতে শ্রেণিবিভাগ

ii. ঝুঁকির সতর্কতা সংক্রান্ত ডাটাবেজ তৈরি

iii. সর্বজনীন সাংকেতিক চিহ্ন নির্ধারণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. বিপজ্জনক লেবেলকৃত পদার্থের বৈশিষ্ট্য—

i. এগুলো মারাত্মক বিষাক্ত পদার্থ

ii. এদের অবশ্যই তালাবদ্ধ স্থানে সংরক্ষণ করতে হবে

iii. পরীক্ষার পর পরীক্ষণ মিশ্রণের যথাযথ পরিশোধন করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩১. দাহ্য পদার্থগুলো বৈশিষ্ট্য হলো, এগুলোতে—

i. সহজেই আগুন ধরতে পারে

ii. বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়

iii. এগুলো কেবল তরল হয়ে থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩২. তেজস্ক্রিয় দুর্ঘটনার কুফল—

i. ক্যানসার এবং মৃত্যু

ii. বিকলাঙ্গ সন্তানের জন্ম

iii. প্রজন্মান্তরে ত্রুটিপূর্ণ জিন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৩. স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ হচ্ছে—

i. বেনজিন

ii. টলুইন

iii. জাইলিন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৪. নিচের কোনটি উদ্ভিদ ও প্রাণীর জন্য ক্ষতিকর?

i. লেড

ii. মার্কারি

iii. নাইট্রোগ্লিসারিন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৫. আগুন বা তাপ থেকে দূরে রাখতে হয়—

i. মোম

ii. অ্যারোসোল

iii. পেট্রোলিয়াম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. কোনটি সংরক্ষণে প্রিজারভেটিভস ব্যবহার করা হয়?

ক. জুস খ. মাংস

গ. মাছ ঘ. ফলমূল

৩৭. কোনটি অজৈব যৌগ?

ক. শ্বেতসার খ. আমিষ

গ. চর্বি ঘ. নাইট্রিক অ্যাসিড

৩৮. কাঁচা আমে কোন অ্যাসিড থাকে?

ক. সাক্সিনিক খ. নাইট্রিক

গ. অক্সিজেন ঘ. হাইড্রোক্লোরিক

৩৯.নিচের চিত্রটি লক্ষ করো। চিত্রের সাংকেতিক চিহ্নটি কী–সংক্রান্ত?

ক. পরিবেশ খ. বিপজ্জনক

গ. আগুনের শিখা ঘ. বিস্ফোরিত বোমা

৪০. কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম—এর মূল উপাদান কী?

ক. কার্বন খ. হাইড্রোকার্বন

গ. হাইড্রোজেন ঘ. মিথেন

৪১. পাকস্থলীতে কোন গ্যাস বেশি জমা হলে অ্যাসিডিটির সমস্যা হয়?

ক. সাক্সিনিক খ. ম্যালেয়িক

গ. হাইড্রোক্লোরিক ঘ. মিথেন

৪২. উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ অংশে কী তৈরি করে?

ক. গ্লুকোজ খ. সুক্রোজ

গ. অক্সিজেন ঘ. কার্বন ডাই–অক্সাইড

৪৩. দাহ্য পদার্থ কোনটি?

ক. ইথার খ. টিএনটি

গ. গ্লিসারিন ঘ. পার–অক্সাইড

৪৪. স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ কোনটি?

ক. টলুইন খ. নাইট্রোজেন

গ. অক্সিজেন ঘ. টিএনটি

৪৫. ক্লোরোবেনজিন কোন ধরনের পদার্থ?

ক. দাহ্য পদার্থ খ. বিষাক্ত পদার্থ

গ. অ্যাসিডীয় পদার্থ ঘ. ঝুঁকিপূর্ণ পদার্থ

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.গ ২.গ ৩.খ ৪.গ ৫.খ ৬.গ ৭.ক ৮.ঘ ৯.ক ১০.খ ১১.ক ১২.গ ১৩.গ ১৪.খ ১৫.গ ১৬.খ ১৭.গ ১৮.ক ১৯.ক ২০.ঘ ২১.ক ২২.খ ২৩.খ ২৪.ক ২৫.ঘ ২৬.গ ২৭.ক ২৮.ক ২৯.গ ৩০.গ ৩১.ক ৩২.ঘ ৩৩.ঘ ৩৪.ক ৩৫.গ ৩৬.ক ৩৭.ঘ ৩৮.ক ৩৯.ক ৪০.খ ৪১.গ ৪২.ক ৪৩.ক ৪৪.ক ৪৫.খ

অধ্যায় ২

১. কোনটি ঊর্ধ্বপাতিত হয়?

ক. আয়োডিন খ. খাদ্য লবণ

গ. তুঁতে ঘ. সোডা অ্যাশ

২. কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি?

ক. H2O খ. CO2

গ. NH3 ঘ. KCl

৩. কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া?

ক. নিঃসরণ খ. পাতন

গ. ব্যাপন ঘ. পরিস্রাবণ

৪. নিচের কোনটির ব্যাপনের হার সবচেয়ে বেশি?

ক. HC খ. CO2

গ. H2 ঘ. NH3

৫. কোনটির ব্যাপনের হার সবচেয়ে কম?

ক. H2 খ. CO

গ. He ঘ. CH4

৬. সরু ছিদ্রপথে কোনো গ্যাসের উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বের হয়ে আসার প্রক্রিয়াকে কী বলে?

ক. ব্যাপন খ. বাষ্পীভবন

গ. ঊর্ধ্বপাতন ঘ. নিঃসরণ

৭. নিঃসরণের হার কোনটির বেশি?

ক. PH3 খ. N2O4

গ. SO2 ঘ. NH3

৮. মোম কোন ধরনের পদার্থ?

ক. হাইড্রোকার্বন খ. কার্বোহাইড্রেট

গ. উদ্বায়ী ঘ. মৌলিক

৯. গলণাঙ্ক নির্ণয়ের মাধ্যমে কী জানা যায়?

ক. কঠিন পদার্থের বিশুদ্ধতা

খ. তরল পদার্থের বিশুদ্ধতা

গ. গ্যাসীয় পদার্থের বিশুদ্ধতা

ঘ. কঠিন ও তরল পদার্থের বিশুদ্ধতা

১০. নিচের কোন যৌগটি উদ্বায়ী?

ক. কর্পূর

খ. পটাশিয়াম আয়োডাইড

গ. খাদ্য লবণ

ঘ. চুনাপাথর

১১. তরলে কঠিন পদার্থের ব্যাপনের হার—

i. অনেক কম হয়

ii. অনেক বেশি হয়

iii. তাপ প্রয়োগ বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২. নিচের কথ্যগুলো লক্ষ করো—

i. ঊর্ধ্বপাতন হলো কঠিন থেকে সরাসরি বাষ্পে রূপান্তর

ii. পাতন = বাষ্পীভবন+ঘনীভবন

iii. ঘনীভবন হলো তরল থেকে বাষ্পে রূপান্তর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩. মোমবাতির জ্বললে—

i. রাসায়নিক পরিবর্তন ঘটে

ii. ভৌত পরিবর্তন ঘটে

iii. দহন বিক্রিয়া ঘটে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪. একটি কাচনলের এক প্রান্তে HCI সিক্ত তুলা ও অন্য প্রান্তে NH4OH সিক্ত তুলা রাখলে—

i. নলের মধ্যে NH4CI–এর সাদা ধোঁয়ার সৃষ্টি হয়

ii. সাদা ধোঁয়ার অবস্থান নলের ঠিক মাঝামাঝি হয়

iii. সাদা ধোঁয়ার অবস্থান HCI সিক্ত তুলার কাছাকাছি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫. কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি?

ক. সালফিউরিক অ্যাসিড

খ. সোডিয়াম ক্লোরাইড

গ. কার্বন ডাই–অক্সাইড

ঘ. পানি

১৬. 1 বায়ুমণ্ডলী চাপে বরফের গলনাঙ্ক কত?

ক. 0°C খ. 20°C

গ. 116°C ঘ. 120°C

১৭. কোনটি ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ?

ক. বরফ

খ. সালফার

গ. ইউরিয়া সার

ঘ. আয়োডিন

১৮. কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া?

ক. নিঃসরণ খ. পাতন

গ. ব্যাপন ঘ. পরিস্রবণ

১৯. কোন গ্যাসকে অধিক চাপ প্রয়োগ করে সিএনজিতে পরিণত করা হয়?

ক. CH4 (মিথেন)

খ. অক্সিজেন (O2)

গ. ইথিন (CH2 = CH2)

ঘ. বিউটেন

২০. ইউরিয়ায় গলনাঙ্ক কত?

ক. 133°C খ. 143°C

গ. 233°C ঘ. 243°C

২১. 1 বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত?

ক. 115°C খ. 219°C

গ. 133°C ঘ. 243°C

২২. মোমের গলনে কোনটি পাওয়া অসম্ভব?

ক. তাপ খ. চাপ

গ. আলো ঘ. জলীয় বাষ্প

২৩. কোনটির ব্যাপন সময় সবচেয়ে বেশি?

ক. CH4 খ. He

গ. H2 ঘ. CO2

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.ক ২.ঘ ৩.গ ৪.গ ৫.খ ৬.ঘ ৭.ঘ ৮.ক ৯.ক ১০.ক ১১.গ ১২.ক ১৩.ঘ ১৪.খ ১৫.খ ১৬.ক ১৭.ঘ ১৮.গ ১৯.ক ২০.ক ২১.ক ২২.খ ২৩.গ

তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা