পঞ্চম শ্রেণি - বাংলা | সমার্থক শব্দ (৫৬-৬০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

সমার্থক শব্দ

৫৬। বৃক্ষ: গাছ, উদ্ভিদ।

৫৭। উপকার: সাহায্য, কল্যাণ।

৫৮। প্রচুর: অনেক, অধিক।

৫৯। প্রাণী: পশু, জীব।

৬০। পৃথিবী: ধরণি, বসুন্ধরা।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ সমার্থক শব্দ (৫১-৫৫)