এইচএসসি ২০২৩ - বাংলা ১ম পত্র | বিলাসী : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

বিলাসী

১. ‘ঘন জঙ্গলের পথ। একটু দেখে পা ফেলে যেয়ো।’– উক্তিটি কার?

ক. ন্যাড়ার খ. মৃত্যুঞ্জয়ের

গ. বিলাসীর ঘ. খুড়ার

২. ‘মহত্ত্বের কাহিনি আমাদের অনেক আছে।’ এখানে ‘মহত্ত্ব’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. ব্যঙ্গার্থে খ. প্রশংসার্থে

গ. ​শিক্ষার্থে ঘ. নিন্দার্থে

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

নিলুফা শহরে একটি পোশাক কারখানায় কাজ করেন। তার শহরে কাজ করা গ্রামের কিছু মানুষ পছন্দ করেন না। ছুটিতে বাড়িতে গেলে গ্রামের ওই মানুষগুলো নিলুফার নামে বিচার বসান। তাঁরা নিলুফাকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু নিলুফা তাতে প্রতিবাদ করেন। অসুস্থ মাকে রেখে সে এ সময় কিছুতেই কোথাও যাবে না।

৩. অনুচ্ছেদের সঙ্গে ‘বিলাসী’ গল্পের যে দিকের সাদৃশ্য রয়েছে—

i. নারীর প্রতি নির্যাতন

ii. কুসংস্কারাচ্ছন্ন সমাজ

iii. গ্রামীণ বিচারব্যবস্থা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪. এই অবস্থা বিবেচনায় নিয়ে বলা যায়, নিলুফা ও বিলাসী উভয়ই—

i. প্রতিবাদী নারীসত্তা

ii. নির্যাতিত নারী

iii. কুসংস্কারের শিকার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫. শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি?

ক. বনফুল খ. মন্দির

গ. বিলাসী ঘ. অন্নপাপ

৬. শরৎচন্দ্রের ‘মন্দির’ রচনাটি কী?

ক. উপন্যাস খ. প্রবন্ধ

গ. ছোটগল্প ঘ. গল্প

৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন?

ক. ১৯২২ খ. ১৯২৩

গ. ১৯৩০ ঘ. ১৯৩৬

৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৭৬ খ. ১৮৭৭

গ. ১৮৭৮ ঘ. ১৮৭৯

৯. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ‘মন্দির’ গল্পের জন্য কোন পুরস্কার লাভ করেন?

ক. জগত্তারিণী স্বর্ণপদক

খ. মধুসূদন পুরস্কার

গ. কুন্তলীন পুরস্কার

ঘ. একুশে পদক

১০. শরৎচন্দ্রের শিল্পীমানসের মৌলিক বৈশিষ্ট্য—

i. মানবতা

ii. মানুষের প্রতি ভালোবাসা

iii. সমাজের অসঙ্গতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

বিলাসী: ১.গ ২.ক ৩.ঘ ৪.গ ৫.খ ৬.ঘ ৭.খ ৮.ক ৯.গ ১০.ক

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

আরও পড়ুন