হিসাববিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৫৩. অংশীদারি ব্যবসায়ে স্থায়ী মূলধন পদ্ধতিতে তৈরি করতে হয়—

i. লাভ–লোকসান বণ্টন হিসাব

ii. অংশীদারদের মূলধন হিসাব

iii. অংশীদারদের চলতি হিসাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৪. স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের কমিশন দেখাতে হবে—

i. লাভ–লোকসান আবণ্টন হিসাবে ডেবিট

ii. অংশীদারদের মূলধন হিসেবে ক্রেডিট

iii. অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৫. অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে চুক্তির অবর্তমানে নিচের কোনটি সঠিক নয়?

ক. সব অংশীদার সমান হারে লভ্যাংশ পাবে

খ. অংশীদারেরা মূলধনের ওপর সুদ পাবে

গ. ব্যবসায় পরিচালনায় কোনো অংশীদার বেতন পাবে না

ঘ. অংশীদার কর্তৃক সরবরাহকৃত ঋণের ওপর ৫% সুদ পাবে

৫৬. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে কী বোঝায়?

ক. অংশীদারদের নিবন্ধন

খ. চুক্তির নিবন্ধন

গ. চুক্তিপত্রের নিবন্ধন

ঘ. ব্যবসায়ের অবস্থান স্থলের নিবন্ধন

আরও পড়ুন

৫৭. অংশীদারদের মূলধন যেখানে স্থায়ী থাকে, সেখানে মূলধনের সুদ ও উত্তোলনের সুদ লিপিবদ্ধ করা হয় কোন হিসাবে?

ক. উত্তোলন হিসাবে

খ. মূলধন হিসাবে

গ. চলতি হিসাবে

ঘ. বিবিধ হিসাবে

৫৮. অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত প্রতিষ্ঠানে কী প্রকাশ করে?

ক. সম্পদ খ. আয়

গ. দায় ঘ. ব্যয়

সঠিক উত্তর

অধ্যায় ২: ৫৩.ঘ ৫৪.খ ৫৫.ঘ ৫৬.গ ৫৭.গ ৫৮.গ

মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

আরও পড়ুন