অধ্যায় ১

১. ‘Common Human Needs’—গ্রন্থের লেখক কে?

ক. রবার্ট এল বার্কার

খ. চার্লস টোলে

গ. জেরি অ্যান্ড জেরি

ঘ. এম আর ম্যাকলভার

২. কোন মৌলিক মানবিক চাহিদাটি বেশি গুরুত্বপূর্ণ?

ক. খাদ্য খ. বস্ত্র

গ. শিক্ষা ঘ. বিনোদন

৩. মৌলিক মানবিক চাহিদা মূলত কয় ধরনের?

ক. দুই খ. চার

গ. পাঁচ ঘ. ছয়

৪. মৌলিক মানবিক চাহিদাকে ছয় ভাগে ভাগ করেন কে?

ক. রবার্ট এল বার্কার খ. চার্লস টোলে

গ. উইলসন ঘ. ডানহাম

৫. কোনটি মানুষের কর্মস্পৃহা পুনরুজ্জীবিত করে?

ক. শিক্ষা খ. চিত্তবিনোদন

গ. বস্ত্র ঘ. খাদ্য

৬. কোনটি পূরণের চেষ্টা মানুষের জীবনব্যাপী?

ক. সাধারণ চাহিদা

খ. সামাজিক চাহিদা

গ. রাজনৈতিক চাহিদা

ঘ. মৌলিক চাহিদা

৭.‘মানব চাহিদা’ তত্ত্বের প্রবক্তা কে?

ক. আব্রাহাম মাসলো

খ. জন মিল্টন

গ. চার্লস টোলে

ঘ. ড. ইব্রাহিম

৮. মানুষ সমাজবদ্ধভাবে বসবাস শুরু করলে কোন চাহিদার উদ্ভব ঘটে?

ক. খাদ্য খ. ঘুম

গ. শিক্ষা ঘ. নিরাপত্তা

৯. মানবজীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা কোনটি?

ক. অন্ন খ. বস্ত্র

গ. শিক্ষা ঘ. চিকিত্সা

১০. বাংলাদেশের সংবিধানে কয়টি মৌলিক মানবিক চাহিদার উল্লেখ করা হয়েছে?

ক. ছয়টি খ. সাতটি

গ. পাঁচটি ঘ. আটটি

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.খ ২.ক ৩.ক ৪.খ ৫.খ ৬.ঘ ৭.ক ৮.ঘ ৯.খ ১০.খ

মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা