তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

৩১. বাইনারি সংখ্যার বাইনারি বিন্দুর—

i. ডান পাশের অংশ LSD

ii. ডান পাশের অংশ MSD

iii. বাঁ পাশের অংশ MSB

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩২. (৬৪)১০-এর অকটাল মান কত?

ক. ৬৪ খ. ৬৫

গ. ৭৭ ঘ. ১০০

৩৩. হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?

ক. ৮ খ. ১০

গ. ১৪ ঘ. ১৬

৩৪. হেক্সাডেসিমাল F–এর মান বাইনারিতে কত?

ক. ১০০০ খ. ১০১০

গ. ১০১১ ঘ. ১১১১

৩৫. (4D)16–এর অকটাল মান কত?

ক. ১১০ খ. ১১১

গ. ১১৫ ঘ. ১২৭

৩৬. (A1D)১৬ –এর সমকক্ষ বাইনারি সংখ্যা কত?

ক. ১০১০১০০১১১০১

খ. ১১০১০১০১০১০১

গ. ১০১০০১০১১১০১

ঘ. ১০১০০০০১১১০১

৩৭. ০ এবং ১ অঙ্ক দুটির প্রতিটির নাম কী?

ক. ডিজিট খ. বাইট

গ. বিট ঘ. বাইনারি

৩৮. কোনটি বিটের পূর্ণরূপ?

ক. ফিল্ড খ. বাইট

গ. কোড ঘ. বাইনারি ডিজিট

আরও পড়ুন

৩৯. নিচের কোনটি ১০২ + ১০৮ + ১০১০ + ১০১৬–এর ডেসিমাল মান নির্দেশক?

ক. ২৪ খ. ৩৬

গ. ৪০ ঘ. ৪২০

৪০. ১০১–এর পরিপূরক কত?

ক. ০১০ খ. ১১০

গ. ১০০ ঘ. ১১১

৪১. (১০১১০১০.১)২–কে হেক্সাডেসিমালে প্রকাশ করলে কত হয়?

ক. 5A.1 খ. 132.4

গ. B2.1 ঘ. 5A.8

৪২. (১০১০১০)২–এর সমকক্ষ দশমিক সংখ্যা কত?

ক. ২৪ খ. ৩৬

গ. ৪০ ঘ. ৪২

৪৩. (১১১)২–এর পরবর্তী সংখ্যা কত?

ক. ১১০ খ. ১০০০

গ. ১১১০ ঘ. ১১১১

৪৪. (১১০০)২–এর পূর্ববর্তী সংখ্যা কত?

ক. ১১০ খ. ১১০১

গ. ১০১১ ঘ. ১১০১

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৩১.খ ৩২.ঘ ৩৩.ঘ ৩৪.ঘ ৩৫.গ ৩৬.ঘ ৩৭.গ ৩৮.ঘ ৩৯.খ ৪০.ক ৪১.ঘ ৪২.ঘ ৪৩.খ ৪৪.গ

এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

আরও পড়ুন