অষ্টম শ্রেণি – বিজ্ঞান | অধ্যায় ৩: বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

২১. কিউটিকল কোথায় থাকে?

ক. পাতায় খ. কাণ্ড বা পাতায়

গ. কাণ্ড ও মূলে ঘ. পত্রমূল ও শিরায়

২২. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি

করে কে?

ক. পাতা খ. মূল

গ. কাণ্ড ঘ. পাপড়ি

২৩. উদ্ভিদের প্রস্বেদন প্রধানত কিসের মাধ্যমে ঘটে?

ক. পাতা খ. পত্ররন্ধ্র

গ. মূল ঘ. পাপড়ি

২৪. ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদ দেহে রসের—

i. ঊর্ধ্বমুখী পরিবহন হয়

ii. নিম্নমুখী পরিবহন হয়

iii. পরিবহন হয় না

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. iii ঘ. i ও iii

২৫. জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দেহে রসের—

i. ঊর্ধ্বমুখী পরিবহন হয়

ii. নিম্নমুখী পরিবহন হয়

iii. সমান্তরাল পরিবহন হয়

নিচের কোনটি সঠিক?

ক. i খ ii

গ. i ও iii ঘ. ii ও iii

২৬. প্রস্বেদনের ক্ষেত্রে প্রযোজ্য হলো—

i. উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখে

ii. কোষরসের ঘনত্ব বৃদ্ধি পায়

iii. পাতার আদ্র৴তা বজায় রাখে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৭. কোনটি ভেদ্য পর্দা?

ক. পলিথিন

খ. কোষপর্দা

গ. কোষপ্রাচীর

ঘ. মাছের পটকার পর্দা

২৮. কোনটি অর্ধভেদ্য পর্দা?

ক. কোষপর্দা

খ. কোষপ্রাচীর

গ. পলিথিন

ঘ. কিউটিযুক্ত কোষপ্রাচীর

২৯. উদ্ভিদের দেহের ভেতর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কী বলে?

ক. ব্যাপন খ. অভিস্রবণ

গ. প্রস্বেদন ঘ. ইমবাইবিশন

৩০. অভিস্রবণ প্রক্রিয়ায়—

i. অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়

ii. দ্রাব কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়

iii. দ্রাবক কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২১.খ ২২.ক ২৩.ক ২৪.খ ২৫.ক ২৬.ঘ ২৭.গ ২৮.ক ২৯.গ ৩০.খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)