এসএসসি ২০২২ - বাংলা ২য় পত্র | শব্দের শ্রেণিবিভাগ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

শব্দের শ্রেণিবিভাগ

১. অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে কী বলে?

ক. পদ খ. বাক্য

গ. শব্দ ঘ. ধ্বনি

২. ভাষার মূল উপকরণ কী?

ক. অক্ষর খ. ধ্বনি

গ. বর্ণ ঘ. শব্দ

৩. তিন প্রকার দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণিবিভাগ করা হয়, তা কী কী?

ক. উত্পত্তিমূলক, গঠনমূলক, অর্থমূলক

খ. তত্ত্বীয়, ব্যবহারিক, আঞ্চলিক

গ. উত্পত্তিমূলক, ব্যুত্পত্তিমূলক, উৎমূলক

ঘ. উত্পত্তিমূলক, ব্যাখ্যামূলক, পারিভাষিক

৪. সাধিত শব্দ কয় প্রকার?

ক. তিন খ. দুই

গ. চার ঘ. প্রকারভেদ নেই

৫. গঠন অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৬. অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৭. কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না?

ক. যৌগিক শব্দ খ. মৌলিক শব্দ

গ. সাধিত শব্দ ঘ. রূঢ় শব্দ

৮. কোন ধরনের শব্দাবলি ভাষার মূল উপকরণ?

ক. মৌলিক শব্দ খ. যৌগিক শব্দ

গ. রূঢ় শব্দ ঘ. যোগরূঢ় শব্দ

৯. মৌলিক শব্দ কোনটি?

ক. গায়ক খ. গোলাপি

গ. গোলাপ ঘ. হরিণ

১০. সাধিত শব্দগুলো সাধারণত—

ক. অর্থবাচক শব্দ

খ. স্ত্রীবাচক শব্দ

গ. পুরুষবাচক শব্দ

ঘ. জাতিবাচক শব্দ

সঠিক উত্তর

শব্দের শ্রেণিবিভাগ: ১.গ ২.ঘ ৩.ক ৪.ক ৫.ক ৬.খ ৭.খ ৮.ক ৯.গ ১০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন