বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) | পরিচ্ছদ ৩৩ : বাংলা ২য় পত্র- এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

পরিচ্ছদ ৩৩

১. বাক্যের দুই অংশ কী কী?

ক. উদ্দেশ্য ও কর্তা

খ. বিধেয় ও কর্ম

গ. উদ্দেশ্য ও বিধেয়

ঘ. উদ্দেশ্য ও কর্ম

২. বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়, তাকে কী বলে?

ক. উদ্দেশ্য খ. বিধেয়

গ. পূরক ঘ. প্রসারক

৩. ‘সজল স্কুলে যায়।’—এ বাক্যের উদ্দেশ্য কোনটি?

ক. সজল খ. স্কুলে

গ. যায় ঘ. স্কুলে যায়

৪. বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে কী বলে?

ক. উদ্দেশ্য খ. বিধেয়

গ. পূরক ঘ. প্রসারক

৫. বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলে?

ক. উদ্দেশ্য খ. বিধেয়

গ. পূরক ঘ. প্রসারক

আরও পড়ুন

৬. বিধেয়র স্থান ও কালসংক্রান্ত প্রসারক বসতে পারে কোথায়?

ক. উদ্দেশ্যের পূর্বে

খ. বিধেয়র পূর্বে

গ. উদ্দেশ্যের বা বিধেয়র পরে

ঘ. উদ্দেশ্যের বা বিধেয়র পূর্বে

৭. বাক্যের বিধেয় অংশে সাধারণত কী থাকে?

ক. বিশেষ্য খ. সর্বনাম

গ. বিশেষণ ঘ. ক্রিয়া

৮. বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলে?

ক. প্রসারক খ. যোজক

গ. পূরক ঘ. বলক

৯. ‘চিনি বা শর্করা এসব মিলিয়ে তৈরি হয়।’ —এখানে ‘এসব মিলিয়ে’ অংশটুকু কী?

ক. বিধেয়র প্রসারক

খ. উদ্দেশ্যের প্রসারক

গ. উদ্দেশ্য

ঘ. বিধেয়

১০. ‘১৯৫২ সালে সালাম-বরকত-রফিক-জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন।’ —এখানে বিধেয়র পূরক কোনটি?

ক. ১৯৫২ সালে খ. মাতৃভাষার জন্য

গ. জীবন ঘ. উৎসর্গ করেছিলেন

সঠিক উত্তর

পরিচ্ছদ ৩৩: ১.গ ২.খ ৩.ক ৪.ক ৫.গ ৬.ক ৭.ঘ ৮.গ ৯.ক ১০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন