এসএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | রানার : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

রানার

২১. ‘সকালের আভাস’ বোঝাতে কবি কোন শব্দটি ব্যবহার করেছেন?

ক. পিছে সরে যায় বন

খ. আকাশ হয়েছে লাল

গ. অবাক রাতের তারার

ঘ. সহানুভূতির চিঠি

২২. ‘কোনো নিষেধ জানে না মানার’ বলতে কবি বোঝাতে চেয়েছেন—

i. একগুঁয়ে স্বভাব

ii. দায়িত্ব সচেতনতা

iii. কর্তব্যপরায়ণতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. রানারকে ‘বোঝাই জাহাজ’ বলার কারণ—

i. জাহাজের মতো ধেয়ে চলে

ii. বিচিত্র বস্তু বহন করে

iii. নির্দিষ্ট গন্তব্যে এগিয়ে চলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. রানারের বিকল্প বিবেচনা করা যায়—

i. সেবাদানকারী কর্মীদের

ii. ডাক পিয়নকে

iii. ডাকবাবুকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. রানারের ক্ষেত্রে প্রযোজ্য—

i. বোঝাই জাহাজ, ঘরেতে অভাব

ii. দুরন্ত পথিক, বোঝাই জাহাজ

iii. বোঝাই জাহাজ, পৃথিবীর বোঝাবাহী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকের আলোকে নিচের ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

হইয়া আমি দেশান্তরী

দেশ–বিদেশে ভিড়াই তরীরে

নোঙর ফেলি ঘাটে ঘাটে

বন্দরে বন্দরে

আমার মনের নোঙর পইড়া আছে হায়রে

সারেং বাড়ির ঘরে।

২৬. উদ্দীপকের ‘আমি’কে রানার কবিতায় কার সঙ্গে তুলনা করা যায়?

ক. রানারের বিরহকাতর স্ত্রীর

খ. শ্রমক্লান্ত রানারের

গ. মানবপ্রেমিক সুকান্তের

ঘ. পত্রলেখকদের

২৭. যে কারণে তুলনাটা প্রাসঙ্গিক—

i. পারিবারিক জীবন থেকে বিচ্ছিন্ন

ii. কর্তব্যকর্মে বহির্গত

iii. ফেরারি জীবনযাপনে বাধ্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮. প্রকৃতপক্ষে রানারের প্রতিশব্দ কোনটি?

ক. ডাকবাহক খ. সংবাদবাহক

গ. বার্তাবাহক ঘ. পত্রবাহক

২৯. ‘নতুন খবরের বাহক’ কে?

ক. অন্ধ বধূ খ. পল্লীজননী

গ. রানার ঘ. আগন্তুক

৩০. ‘যাকে নিবারণ করা যায় না’—এককথায় তাকে কী বলা হয়?

ক. দুর্দমনীয় খ. দুর্বার

গ. নিদারুণ ঘ. দুর্জয়

সঠিক উত্তর

রানার: ২১.খ ২২.গ ২৩.গ ২৪.ক ২৫.খ ২৬.খ ২৭.ক ২৮.ক ২৯.গ ৩০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)