এসএসসি ২০২৩ - অর্থনীতি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৩১. পুঁজি ব্যবহার করার জন্য পুঁজির মালিককে কী দেওয়া হয়?

ক. সুদ খ. উৎপাদন

গ. খাজনা ঘ. মুনাফা

৩২. ভূমির প্রাপ্ত আয়কে কী বলে?

ক. সুদ খ. উৎপাদন

গ. খাজনা ঘ. মুনাফা

৩৩. উদ্যোক্তা সব খরচ মিটিয়ে যে আয় করেন তাকে কী বলে?

ক. সুদ খ. উৎপাদন

গ. খাজনা ঘ. মুনাফা

৩৪. আয়ের যে অংশ ভবিষ্যতের জন্যে রাখা হয়, তাকে কী বলে?

ক. মজুত খ. সঞ্চয়

গ. বিনিময় ঘ. ভোগ

৩৫. আয় ও ভোগব্যয়ের পার্থক্যকে কী বলে?

ক. বিনিয়োগ খ. মূলধন

গ. সঞ্চয় ঘ. মুনাফা

৩৬. ভবিষ্যতের কথা চিন্তা করে আয়ের যে অংশ রেখে দেওয়া হয় তাকে কী বলে?

ক. সঞ্চয় খ. বিনিয়োগ

গ. মজুত ঘ. মূলধন

৩৭. S = Y - C এটি কিসের সূত্র?

ক. সঞ্চয় খ. বিনিয়োগ

গ. আয় ঘ. জোগান

৩৮. ভবিষ্যৎ সুরক্ষার জন্য আমরা কী করি?

ক. সঞ্চয় খ. ব্যয়

গ. বিনিয়োগ ঘ. ভোগ

৩৯. সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয় তখন তাকে কী বলে?

ক. মূলধন খ. সঞ্চয়

গ. বিনিয়োগ ঘ. মুনাফা

৪০. বিনিয়োগের ভিত্তি কী?

ক. সঞ্চয় খ. উৎপাদন

গ. আয় ঘ. মুনাফা

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১.ক ৩২.গ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.গ ৩৬.ক ৩৭.ক ৩৮.ক ৩৯.গ ৪০.ক

মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা