অধ্যায় ৩
৩১. ই-বুক পড়তে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
ক. স্মার্টফোন খ. টেলিভিশন
গ. ল্যান্ডফোন ঘ. ইন্টারনেট
৩২. ই-বুক পড়তে ব্যবহৃত বিশেষ ধরনের রিডারকে কী বলা হয়?
ক. স্মার্টফোন
খ. রিডার
গ. ই-বুক রিডার
ঘ. কম্পিউটার
৩৩. কিন্ডল কী?
ক. কম্পিউটার গেম
খ. ইনফো গ্রাফিকস
গ. ই-বুক রিডার
ঘ. কার্টুন
৩৪. সাধারণভাবে ই-বুককে কয়টি ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৩৫. মুদ্রিত বইয়ের ই-বুক প্রতিলিপি সাধারণত কোন ফরম্যাটে প্রকাশিত হয়?
ক. jpg খ. bmp
গ. pdf ঘ. ai
৩৬. PDF-এর পূর্ণরূপ কী?
ক. Portable Document Format
খ. Port Document Format
গ. Portable Documental Formula
ঘ. Pen Drawing File
৩৭. ই-বুক পড়ার জন্য নিচের কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয়?
ক. ই–মেইল
খ. ভিডিও প্লেয়ার সফটওয়্যার
গ. ই-বুক রিডার
ঘ. অ্যানিমেশন
৩৮. যে ই-বইগুলো কেবল ইন্টারনেটে পড়া যায় সেগুলো কোন ফরম্যাটে প্রকাশিত হয়?
ক. পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট
খ. পোর্টেবল ডিভাইস ফরম্যাট
গ. এইচটিএমএল ফরম্যাট
ঘ. পিডিএফ ফরম্যাট
৩৯. HTML-এর পূর্ণরূপ কী?
ক. Hyper Training Markup Language
খ. Hyper Text Markup Language
গ. Hyper Text Mark Learning
ঘ. High Though Markup Language
৪০. অনলাইন ই-বুক কোথায় প্রকাশিত হয়?
ক. ওয়েবসাইটে খ. ফেসবুকে
গ. কম্পিউটারে ঘ. পিডিএফে
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৩১.ক ৩২.গ ৩৩.গ ৩৪.ঘ ৩৫.গ ৩৬.ক ৩৭.গ ৩৮.গ ৩৯.খ ৪০.ক
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা