প্রশ্নোত্তর (৯-১০) : শখের মৃৎশিল্প | বাংলা - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

শখের মৃৎশিল্প

৯. প্রশ্ন: মাটির শিল্প আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় কেন?

উত্তর: বাংলাদেশের প্রাচীন শিল্পকলার পরিচয় পাওয়া যায় কুটিরশিল্পে। এটা এ দেশের নিজস্ব শিল্প। হাজার হাজার বছর ধরে এ দেশে মাটির শিল্পের চর্চা হয়ে আসছে। এ দেশের মানুষের মন যে শিল্পীর মন, এই মাটির শিল্প তারই পরিচয় বহন করে। ময়নামতির শালবন বিহার, বগুড়ার মহাস্থানগড়, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে দেখা যায় পোড়ামাটির ফলকের নিদর্শন। তাই মাটির শিল্প আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয়।

আরও পড়ুন

১০. প্রশ্ন: মামার বাড়ি রসের হাঁড়ি—প্রচলিত এ কথাটি দিয়ে কী বোঝানো হয়?

উত্তর: রসের হাঁড়ি একটি প্রচলিত কথা। এ কথার অর্থ হলো আনন্দ আর মজায় টইটম্বুর। সবার কাছে মামার বাড়ি মানেই মন ভরে মজা লুটে নেওয়ার জায়গা। ঠিক যেমন রসের হাঁড়ি সবার প্রিয়। কারণ, মামার বাড়িতে কোনো শাসন-বাধা নেই। পড়ার ঝামেলা নেই, যেখানে খুশি ঘুরে বেড়ানো যায়। আর যা খুশি খাওয়া যায়। অর্থাৎ মামার বাড়ি রসের হাঁড়ি—প্রচলিত এ কথাটি দিয়ে মামাবাড়ির নির্মল আনন্দের কথাই বোঝানো হয়েছে।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন