এসএসসি ২০২৩ - পৌরনীতি ও নাগরিকতা | অধ্যায় ১১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১১
৩১. কমনওয়েলথের মূল শক্তি ধরা হয় কোন দেশকে?
ক. যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য
গ. ফ্রান্স ঘ. কানাডা
৩২. ওআইসির সদস্যরাষ্ট্র কারা?
ক. বিশ্বের সব স্বাধীন রাষ্ট্র
খ. এশিয়ার সব স্বাধীন রাষ্ট্র
গ. ব্রিটিশ অধীনস্ত রাষ্ট্র
ঘ. বিশ্বের সব মুসলিম রাষ্ট্র
৩৩. ওআইসির উদ্দেশ্যসমূহ হলো—
i. ইসলামি ভ্রাতৃত্ব ও সংহতি জোরদার করা
ii. বর্ণবৈষম্য ও উপনিবেশবাদকে উৎসাহিত করা
iii. মুসলমানদের মর্যাদা রক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪. মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়ে ওঠার কারণ হলো—
i. ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের সমর্থন
ii. ইসরায়েল নীতির বিরোধিতা
iii. কুয়েত হামলায় ইরাককে সমর্থন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. ওআইসি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে—
i. মুসলমানদের মধ্যকার দ্বন্দ্ব–সংঘাত নিরসনে
ii. মুসলমানদের রাজনৈতিকভাবে সচেতন করতে
iii. মুসলমানদের মধ্যে ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ব জোরদার করতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. সার্কের পুরো নাম কী?
ক. দক্ষিণ এশীয় সামাজিক সংস্থা
খ. দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা
গ. দক্ষিণ এশীয় সামরিক জোট
ঘ. দক্ষিণ এশীয় ক্রীড়া সংস্থা
৩৭. সার্ক সচিবালয়ের দায়িত্ব হচ্ছে—
i. সার্কের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন ও মনিটরিং করা
ii. সংস্থার বিভিন্ন সভায় কার্যকর ভূমিকা রাখা
iii. অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮. জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা কোনটি?
ক. সাধারণ পরিষদ
খ. অছি পরিষদ
গ. আন্তর্জাতিক আদালত
ঘ. নিরাপত্তা পরিষদ
৩৯. সার্কের কাজ শুরু হয় কত সালে?
ক. ১৯৮৫ সালে খ. ১৯৮৬ সালে
গ. ১৯৮৯ সালে ঘ. ১৯৯০ সালে
৪০. আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. লন্ডন শহরে
ক. হেগ শহরে
গ. নিউইয়র্ক শহরে
ঘ. সান ফ্রান্সিসকো শহরে
সঠিক উত্তর
অধ্যায় ১১: ৩১.খ ৩২.ঘ ৩৩.খ ৩৪.ক ৩৫.ঘ ৩৬.খ ৩৭.ঘ ৩৮.ঘ ৩৯.ক ৪০.খ
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)