এইচএসসি ২০২২ - বাংলা ২য় পত্র | শব্দ ও ভাষার শুদ্ধ প্রয়োগ : ব্যাকরণিক শ্রেণি

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

শব্দ ও ভাষার শুদ্ধ প্রয়োগ

৫১। অশুদ্ধ: সকল ছাত্রগণই পাঠে অমনোযোগী।

শুদ্ধ: সকল ছাত্রই পাঠে অমনোযোগী।

৫২। অশুদ্ধ: আবশ্যক ব্যায়ে কার্পণ্যতা করা উচিত নয়।

শুদ্ধ: আবশ্যক ব্যয়ে কার্পণ্য উচিত নয়।

৫৩। অশুদ্ধ: এটি লজ্জাস্কর ব্যাপার।

শুদ্ধ: এটা লজ্জাকর ব্যাপার।

৫৪। অশুদ্ধ: অশ্রুজলে বুক ভেসে গেল।

শুদ্ধ: অশ্রুতে বুক ভেসে গেল।

৫৫। অশুদ্ধ: তাহার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।

শুদ্ধ: তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।

৫৬। অশুদ্ধ: সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন।

শুদ্ধ: সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন।

৫৭। অশুদ্ধ: তাহার লেখাপড়ায় মনযোগ নাই।

শুদ্ধ: তাহার লেখাপড়ায় মনোযোগ নাই।

৫৮। অশুদ্ধ: এক অগ্রহায়ণে শীত যায় না।

শুদ্ধ: এক মাঘে শীত যায় না।

৫৯। অশুদ্ধ: মহারাজা সভাগৃহে প্রবেশ করিলেন।

শুদ্ধ: মহারাজ সভাগৃহে প্রবেশ করিলেন।

৬০। অশুদ্ধ: আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করিয়াছি।

শুদ্ধ: আমি এই ঘটনা চাক্ষুষ দেখিয়াছি।

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পূর্বের দিনের পড়া