এসএসসি ২০২২ - পৌরনীতি ও নাগরিকতা | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

৭১. কোন দেশের সংবিধান লোকাচার ও প্রথার ভিত্তিতে গড়ে উঠেছে?

ক. বাংলাদেশ খ. ব্রিটেন

গ. ভারত ঘ. যুক্তরাষ্ট্র

৭২. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কোনটি?

ক. গণতন্ত্র খ. একনায়কতন্ত্র

গ. স্বাধীনতা ঘ. পুঁজিবাদ

৭৩. বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সংবিধান কোন পদ্ধতিতে রচিত হয়েছে?

ক. ক্রমবিবর্তনের মাধ্যমে

খ. বিপ্লবের মাধ্যমে

গ. আলাপ–আলোচনার মাধ্যমে

ঘ. প্রথার ভিত্তিতে

৭৪. কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আইন?

ক. ফৌজদারি আইন

খ. প্রশাসনিক আইন

গ. সংবিধান

ঘ. ব্যক্তিগত আইন

৭৫. সংবিধান রাষ্ট্রের কী স্বরূপ?

ক. শাসনপদ্ধতি খ. দর্পণ

গ. আইন ঘ. প্রাণ

৭৬. একটি দেশকে কীভাবে জানা যায়?

ক. সরকারের দ্বারা খ. সংবিধানের দ্বারা

গ. বিচারকার্য দ্বারা ঘ. জনগণের দ্বারা

৭৭. লিখিত সংবিধানের প্রচলন রয়েছে যেসব দেশে—

i. বাংলাদেশে

ii. ভারতে

iii. ব্রিটেনে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৮. সংবিধানকে বলা হয়—

i. মৌলিক দলিল

ii. রাষ্ট্রের চালিকাশক্তি

iii. জীবনপদ্ধতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৯. রাষ্ট্র পরিচালনায় সংবিধান অত্যাবশ্যক কেন?

ক. অধিকার রক্ষায়

খ. সাংস্কৃতিক বিকাশে

গ. সন্ত্রাস দমনে

ঘ. দেশরক্ষায়

৮০. দুষ্পরিবর্তনীয় সংবিধানে কিসের আশঙ্কা থাকে?

ক. বিপ্লবের খ. শান্তির

গ. যুদ্ধের ঘ. অশান্তির

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৭১.খ ৭২.ক ৭৩.গ ৭৪.গ ৭৫.খ ৭৬.খ ৭৭.ক ৭৮.ক ৭৯.ক ৮০.ক

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)