দশম শ্রেণি - ভূগোল ও পরিবেশ | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৩১.হ্যালির ধূমকেতু খ্রিষ্টপূর্ব কত অব্দ থেকে দেখা যায়?

ক. ২৩০ খ. ২৪০

গ. ২৫০ ঘ. ২৬০

৩২. গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে?

ক. উপগ্রহ খ. নক্ষত্র

গ. ছায়াপথ ঘ. মেটিওর

৩৩. হ্যালির ধূমকেতু কত বছর পরপর দেখা যায়?

ক. ৭২ বছর খ. ৭৩ বছর

গ. ৭৬ বছর ঘ. ৮৬ বছর

৩৪. সর্বশেষ কবে হ্যালির ধূমকেতু দেখা যায়?

ক. ১৯৭৬ সালে খ. ১৯৮৬ সালে

গ. ১৯৭২ সালে ঘ. ১৯৮২ সালে

৩৫. সৌরজগতের কয়টি গ্রহ?

ক. ৭টি খ. ৮টি

গ. ৯টি ঘ. ১০টি

৩৬. পৃথিবী গ্রহের একমাত্র উপগ্রহ কোনটি?

ক. নক্ষত্র খ. চাঁদ

গ. ধূমকেতু ঘ. উল্কা

৩৭. সৌরজগতে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি?

ক. বুধ খ. শুক্র

গ. পৃথিবী ঘ. শনি

৩৮. নিচের কোনটি সৌরজগতের গ্রহ-উপগ্রহগুলোর নিয়ন্ত্রণ করে?

ক. পৃথিবী খ. সূর্য

গ. বুধ ঘ. শুক্র

৩৯. সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক কোনটি?

ক. সূর্য খ. বুধ

গ. পৃথিবী ঘ. নক্ষত্র

৪০. বাংলাদেশ গ্রিনিচ থেকে কোথায় অবস্থিত?

ক. ৬০°উত্তরে খ. ৯০° পূর্বে

গ. ৯৫°পশ্চিমে ঘ. ১৮০° দক্ষিণে

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১.খ ৩২.গ ৩৩.গ ৩৪.খ ৩৫.খ ৩৬.খ ৩৭.ঘ ৩৮.খ ৩৯.ক ৪০.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)