ষষ্ঠ শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

২১. বর্তমান বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র কোনটি?

ক. রোবট খ. রেডিও

গ. কম্পিউটার ঘ. টেলিভিশন

২২. আইসিটি ব্যবহার করে সারা পৃথিবীতে যে বিশাল পরিবর্তন শুরু হয়েছে, তার পেছনে কোন যন্ত্রটির ভূমিকা সবচেয়ে বড়?

ক. ইন্টারনেট খ. মোবাইল ফোন

গ. স্মার্টফোন ঘ. কম্পিউটার

২৩. কিসের কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে?

ক. ইন্টারনেট খ. মোবাইল ফোন

গ. স্মার্টফোন ঘ. কম্পিউটার

২৪. প্রথম ইন্টারনেট কোন প্রতিষ্ঠান ব্যবহার করে?

ক. ব্রিটিশ সেনাবাহিনী

খ. মার্কিন প্রতিরক্ষা বিভাগ

গ. যুক্তরাষ্ট্র সরকার

ঘ. রাশিয়ার গোয়েন্দা সংস্থা

২৫. ল্যাপটপ কী?

ক. মোবাইল ফোন খ. ইন্টারনেট

গ. ফ্যাক্স ঘ. কম্পিউটার

২৬. বর্তমানে কারা আইসিটি ব্যবহার করে?

ক. প্রযুক্তিবিদেরা খ. সব শ্রেণির লোকেরা

গ. ডাক্তাররা ঘ. উচ্চবিত্ত মানুষ

২৭. শিশুরা সম্প্রতি কিসে আসক্ত হচ্ছে?

ক. বেড়ানোতে খ. গেম খেলায়

গ. খেলাধুলায় ঘ. পড়াশোনায়

২৮. পৃথিবীর প্রথম কম্পিউটার কোনটি?

ক. এনিয়াক খ. ইউনিভ্যাক

গ. এবিসি ঘ. ভয়েজার

২৯. চিঠি লেখার অন্যতম মাধ্যম—

i. মোবাইলে এসএমএস

ii. ই-মেইল

iii. ফ্যাক্স

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

৩০. প্রযুক্তি কার তথ্যের ওপর নির্ভর করে?

ক. শিল্পের খ. সাহিত্যের

গ. বিজ্ঞানের ঘ. দর্শনের

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১.গ ২২.ঘ ২৩.ক ২৪.খ ২৫.ঘ ২৬.খ ২৭.খ ২৮.ক ২৯.গ ৩০.গ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি-প্রশ্ন (১১-২০)