ষষ্ঠ শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৪১. একই সঙ্গে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?

ক. কি-বোর্ড খ. মনিটর

গ. টাচ স্ক্রিন ঘ. মাদারবোর্ড

৪২. পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে তথ্য পাঠানোর কাজে ব্যবহৃত প্রযুক্তি কোনটি?

ক. অপটিক্যাল ফাইবার

খ. ইন্টারনেট

গ. মোবাইল ফোন

ঘ. স্যাটেলাইট

৪৩. পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কী?

ক. মাইক্রো কম্পিউটার

খ. পিসি

গ. আইবিএম

ঘ. মাই কম্পিউটার

৪৪. CPU–এর পূর্ণরূপ কী?

ক. Central protocol Unit

খ. Central processing Unit

গ. Cantral processing Unit

ঘ. Common processing Unit

৪৫. নিচের কোন বৈশিষ্ট্যের কারণে কম্পিউটার বিশ্বে বিপ্লব ঘটিয়েছে?

ক. বিভিন্নমুখী ব্যবহার

খ. জটিল কর্মপদ্ধতি

গ. ইলেকট্রনিক গঠন

ঘ. নিজস্ব বুদ্ধিমত্তা

৪৬. কম্পিউটারের যন্ত্রপাতি অংশগুলোকে কী বলা হয়?

ক. ইনপুট খ. আউটপুট

গ. হার্ডওয়্যার ঘ. সফটওয়্যার

৪৭. কম্পিউটারের মূল অংশ কয়টি?

ক. চারটি খ. তিনটি

গ. দুটি ঘ. পাঁচটি

৪৮. ল্যাপটপ কোন ধরনের কম্পিউটারের অন্তর্ভুক্ত?

ক. সুপার খ. মিনি

গ. মেইনফ্রেম ঘ. মাইক্রো

৪৯. নিচের কোনটি ইনপুট ডিভাইস?

ক. প্রিন্টার খ. কি-বোর্ড

গ. স্পিকার ঘ. মনিটর

৫০. নিচের কোনটি আউটপুট ডিভাইস?

ক. প্রিন্টার খ. কি-বোর্ড

গ. মাউস ঘ. স্ক্যানার

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪১.গ ৪২.ঘ ৪৩.ক ৪৪.খ ৪৫.ক ৪৬.গ ৪৭.ক ৪৮.খ ৪৯.খ ৫০.ক

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন