ষষ্ঠ শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৩১. একটা বিশেষ কাজের জন্য যখন আলাদাভাবে একটা সফটওয়্যার তৈরি করা হয়, তখন তাকে কী বলে?

ক. প্যাকেজ সফটওয়্যার

খ. কাস্টমাইজড সফটওয়্যার

গ. অপারেটিং সফটওয়্যার

ঘ. সিস্টেম সফটওয়্যার

৩২. পথঘাট চিনতে কী ব্যবহৃত হয়?

ক. কম্পিউটার

খ. অপারেটিং সিস্টেম

গ. মেমোরি

ঘ. জিপিএস

৩৩. টেলিফোনের সাথে কম্পিউটারের সংযোগ দেওয়ার যন্ত্রকে কী বলে?

ক. মডেম খ. অপারেটিং সিস্টেম

গ. মেমোরি ঘ. জিপিএস

৩৪. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে প্রেরণ করা হয় কবে?

ক. ১২ মে ২০১৮ সালে

খ. ১৮ মে ২০১৮ সালে

গ. ২৬ মে ২০১৯ সালে

ঘ. ১২ জুন ২০১৯ সালে

৩৫. কম্পিউটার গেম তৈরি করতে কী ধরনের সফটওয়্যার ব্যবহৃত হয়?

ক. প্যাকেজ সফটওয়্যার

খ. কাস্টমাইজড সফটওয়্যার

গ. অপারেটিং সফটওয়্যার

ঘ. সিস্টেম ইউটিলিটি

৩৬. মুঠোফোনে আমরা যোগাযোগের জন্য কোনটি ব্যবহার করি?

ক. বৈদ্যুতিক সংকেত

খ. বেতার সংকেত

গ. আলোক সংকেত

ঘ. শব্দ সংকেত

৩৭. মুঠোফোন এখন ধীরে ধীরে কোন যন্ত্রে পরিণত হয়েছে?

ক. ল্যাপটপ খ. টাচপ্যাড

গ. স্মার্টফোন ঘ. ট্যাবলেট পিসি

৩৮. প্রসেসরকে কী বলা হয়?

ক. মেমোরির ব্রেন

খ. কম্পিউটারের ব্রেন

গ. মাদারবোর্ডের ব্রেন

ঘ. হার্ডডিস্কের ব্রেন

৩৯. নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর কততম দেশ?

ক. ২৫ তম খ. ৪৮ তম

গ. ৫৭ তম ঘ. ৬০ তম

৪০. বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগমাধ্যম কোনটি?

ক. রেডিও খ. টেলিভিশন

গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১.খ ৩২.ঘ ৩৩.ক ৩৪.ক ৩৫.ক ৩৬.খ ৩৭.গ ৩৮.খ ৩৯.গ ৪০.ঘ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন