মেডিকেলে ১ আসনের জন্য ১২.৫ পরীক্ষার্থী

প্রতীকী ছবি

মেডিকেলে একটি আসনের জন্য ১২ দশমিক ৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। আগামীকাল শুক্রবার দেশের ১৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়।

দেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা ১০৮। কলেজগুলোতে আসন সংখ্যা ১১ হাজার ১২২। ২০২২–২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তির জন্য আবেদন করেছেন ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন শিক্ষার্থী। অর্থাৎ একটি আসনের জন্য আবেদন করেছেন ১২ দশমিক ৫ জন শিক্ষার্থী।

চিকিৎসক হতে আগ্রহী শিক্ষার্থীদের অগ্রাধিকার থাকে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার। দেশে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। সেই অর্থে সরকারি মেডিকেলে একটি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩২ জন শিক্ষার্থী। অন্যদিকে দেশে বেসরকারি মেডিকেল কলেজ ৭১টি, এতে আসন সংখ্যা ৬ হাজার ৭৭২টি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, সরকারি মেডিকেল কলেজে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবেন ৩ হাজার ৩৮৪ জন। ৮৪৬ জন ভর্তি হবেন জেলা কোটায়। মুক্তিযোদ্ধা কোটায় সুযোগ পাবেন ৮৭ জন। এ ছাড়া উপজাতি কোটায় ৩৩ জনকে নির্বাচন করা হবে।

সাম্প্রতিক বছরগুলোতে চিকিৎসাশিক্ষায় নারীদের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। এবারও আবেদনকারীদের মধ্যে ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা বেশি। আবেদনকারীদের ৫৪ শতাংশ মেয়ে এবং ৪৬ শতাংশ ছেলেশিক্ষার্থী।