জিএসটির ২৪ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ পর্যায়ের ভর্তি কার্যক্রম স্থগিত
জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চতুর্থ পর্যায়ের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল রোববার ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বন্যা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভর্তি কার্যক্রম আবার শুরু করা হবে।
এদিকে বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, জিএসটি ভর্তিপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে কিছু অসত্য তথ্য বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টিসহ ভর্তিকৃত শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জিএসটি একটি স্বচ্ছ প্রক্রিয়া। এ–সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে প্রার্থীর জিএসটি রোল, জিএসটিতে আবেদনে প্রদত্ত মুঠোফোন নম্বর এবং সংশ্লিষ্ট সমস্যার বিস্তারিত লিখে গুচ্ছ ভর্তির ওয়েবসাইটের Complain Box-এর মাধ্যমে জানালে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া হবে।