শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও আইডিইএর উদ্যোগে সেমিনার
‘ডিজিটাল বাংলাদেশের সাফল্যের ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের শুধু চাকরির পিছে না ছুটে সহজলভ্য তথ্যপ্রযুক্তি শিক্ষায় আইটি ইনোভেটর তথা উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্তকে নিয়ে তৎকালীন সময়ে আমরাও প্রতিষ্ঠা করি বিশেষায়িত সাংস্কৃতিক তথা সৃজনশীল বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়।’ গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও আইইডিইএর উদ্যোগে স্টার্টআপের মাধ্যমে সৃজনশীল উদ্যোক্তা তৈরি–সংক্রান্ত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। তিনি বলেন, ‘মৌলিক উন্নয়নের বিষয়টি সবকিছুর ঊর্ধ্বে রেখে সমন্বিত উদ্যোগে এগিয়ে যেতে পারলে আমাদের তরুণদের আর বিদেশমুখী হতে হবে না।’
বাংলাদেশ সরকারের আইসিটি ডিপার্টমেন্টের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ একাডেমি (আইডিইএ) ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রনজিত কুমার যুগোপযোগী সৃজনশীল শিক্ষায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ইনোভেটিভ উদ্যোগ ও উদ্যোক্তাদের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের হাতে–কলমের শিক্ষায় উদ্বুব্ধ করতে আইসিটি তথা আইডিইএর উদ্যোগে এ বিশ্ববিদ্যালয়কে আইসিটি ল্যাব দেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া তিনি এ সেমিনার থেকে উদ্বুব্ধ হয়ে স্টার্টআপ বা অন্য মাধ্যমে ইনোভেটিভ আইডিয়া শেয়ার করে উদ্যোক্তা হওয়ার আহ্বানসহ এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা প্রদানেরও ঘোষণা দেন।
আইডিইএর প্রজেক্ট ডিরেক্টর মুহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শাহ-ই-আলম, আইডিইএর হেড অব অপারেশনস সিদ্ধার্থ গোস্বামী ও এসএমইউসিটির রেজিস্ট্রার পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিপাদ্য বিষয়ে অতিথিদের গুরুত্বপূর্ণ বক্তৃতা ও শুভেচ্ছা স্মারক প্রদান শেষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শুরু হয় সেমিনার পর্ব। এ পর্বে স্টার্টআপ ব্যবহারের মাধ্যমে সৃজনশীল উদ্যোক্তা তৈরির বিভিন্ন কৌশলসংক্রান্ত বিশদ আলোচনায় তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষ ও টেকনো দুনিয়ার দ্রুত পরিবর্তনশীল অর্থনীতি তথা সমাজব্যবস্থায় স্টার্টআপসহ বিভিন্ন মাধ্যমে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করার প্রয়োজনীয়তা ও সম্ভাবনা বিষয়ে প্রশ্নের উত্তর দেন আলোচকেরা। বিজ্ঞপ্তি