জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরেন ‘বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরামের’ নেতারা। ঢাকা, ২৬ আগস্ট
ছবি: সংগৃহীত

সরকারি উদ্যোগে ইংরেজি মাধ্যম বিদ্যালয় স্থাপন ও পুনরায় ভর্তি ফি অবিলম্বে বন্ধ করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ‘বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম’ নামের একটি সংগঠন।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি এ কে এম আশরাফুল হক দাবিগুলো তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে আরও রয়েছে ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলোতে পুনরায় ভর্তি ফি নেওয়া অবিলম্বে বন্ধ করে মাসিক টিউশন ফি যৌক্তিকীকরণ, ইংরেজি মাধ্যম বিদ্যালয় পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটিতে দুজন নির্বাচিত অভিভাবক প্রতিনিধি রাখা এবং জাতীয় বাজেটে ইংরেজি মাধ্যম শিক্ষাব্যবস্থার জন্য বাজেট বরাদ্দ রাখা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস আজম খান বলেন ‘আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়ায় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে সন্তানদের পড়াচ্ছি। এই আবেগকে পুঁজি করে ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলো দিনে দিনে টিউশন ফি বাড়িয়েই চলেছে। এ ছাড়া বছর বছর পুনরায় ভর্তি ফি নিচ্ছে। এটি করা হচ্ছে আদালতের আদেশ এবং সরকারি নির্দেশনা উপেক্ষা করে।’

ফেরদৌস আজম বলেন, ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলো ভর্তি ফি ১০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত নিচ্ছে। আর মাসিক টিউশন ফি ৮ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত নিচ্ছে। আবার কিছু বিদ্যালয়ে মাসিক টিউশন ফি ৮০ হাজার টাকা থেকে শুরু করে আড়াই লাখ টাকা পর্যন্তও আছে। আর ভর্তি ফি ৫০ হাজার টাকা থেকে শুরু করে আড়াই লাখ টাকা পর্যন্ত। এ ছাড়া অনেক বিদ্যালয় উন্নয়ন ফি, বিদ্যুৎ-পানি ইত্যাদি সেবা ফিসহ বিবিধ ফি এবং বিভিন্ন নামে টাকা আদায় করছে।

ফোরামের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ সম্মেলনে অভিভাবকেরা অভিযোগ করেন, ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলোতে সার্বিক শিক্ষার মানও দিনে দিনে কমে যাচ্ছে। শিক্ষকদের অনেকেই নিজেদের কোচিং সেন্টারে যেতে ছাত্রছাত্রীদের বাধ্য করছেন।