জীববৈচিত্র্য সংরক্ষণে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে গবেষণা করবে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়ের লক্ষ্যে ভারতের অলাভজনক প্রতিষ্ঠান বালিপাড়া ট্র্যাক্ট অ্যান্ড ফ্রন্টিয়ার্স ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সমঝোতার আওতায় দুই প্রতিষ্ঠান বন, কৃষিবাস্তুবিদ্যা, জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে দুই প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক বিনিময় করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়সংলগ্ন লাউঞ্জে এক অনুষ্ঠানে গতকাল সোমবার এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ এবং বালিপাড়া ট্র্যাক্ট অ্যান্ড ফ্রন্টিয়ার্স ফাউন্ডেশনের প্রধান যোগাযোগ নির্মাণকারী (চিফ কমিউনিকেশনস আর্কিটেক্ট) মিস কারিশমা আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন। উপাচার্য মো. আখতারুজ্জামান এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বালিপাড়া ট্র্যাক্ট অ্যান্ড ফ্রন্টিয়ার্স ফাউন্ডেশন বন, কৃষিবাস্তুবিদ্যা, জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। উভয় প্রতিষ্ঠানের মধ্যে ছাত্র, শিক্ষক ও গবেষক বিনিময় করা হবে। এই দুই প্রতিষ্ঠান যৌথভাবে সেমিনার, বৈজ্ঞানিক কর্মশালা ও সম্মেলন আয়োজন করবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভারতের বালিপাড়া ট্র্যাক্ট অ্যান্ড ফ্রন্টিয়ার্স ফাউন্ডেশনে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

উপাচার্য এই চুক্তি স্বাক্ষরের জন্য বালিপাড়া ট্র্যাক্ট অ্যান্ড ফ্রন্টিয়ার্স ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। এই উদ্যোগ বাংলাদেশে জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে ‘কার্যকর ভূমিকা’ পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন শামীম শামছি, অধ্যাপক মুহাম্মদ জাবেদ হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার উপস্থিত ছিলেন।