নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা এ সপ্তাহে

সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি।
ছবি: প্রথম আলো

দীর্ঘ যাচাই-বাছাই শেষে এ সপ্তাহেই নতুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা করা হবে। ২০১৯ সালে যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল, এবারও তার কাছাকাছি সংখ্যক প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। ২০১৯ সালে ২ হাজার ৭৩০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল। অবশ্য সে সংখ্যা পরে কিছু কমেছিল।

আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা জানান। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের আওতায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগ দেওয়ার বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুন

এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকেন। এ জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের কাছে বিষয়টি খুবই আলোচিত।

২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল। এর পর থেকেই থেমে থেমে আন্দোলন করে আসছিলেন এমপিওভুক্ত নয়, এমন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এরপর ২০১৯ সালে আবারও এমপিওভুক্ত করা হয়েছিল। তখন শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, এখন থেকে নিয়মিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।

আরও পড়ুন

এ জন্য নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য গত বছর থেকে যাচাই-বাছাই শুরু হয়েছিল, যা এখন শেষ করা হয়েছে।