বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

৩০. মিসরীয়দের কাছে ধর্ম গুরুত্বপূর্ণ ছিল কেন?

ক. তারা পরকালে বিশ্বাসী ছিল বলে

খ. তাদের জীবনের সর্বক্ষেত্র ধর্ম দ্বারা প্রভাবিত ছিল বলে

গ. ফারাওরা ধর্মের গুরুত্ব দিত বলে

ঘ. পুরোহিতরা ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করতেন বলে

৩১. ফারাও শব্দের অর্থ কী?

ক. রাজকীয় বাড়ি খ. বড় নগর

গ. বিচারালয় ঘ. রাজধানী

৩২. নীল নদের উর্বর জমিকে ভিত্তি করে কোন সভ্যতা গড়ে উঠেছিল?

ক. সিন্ধু খ. মেসোপটেমিয়া

গ. অ্যাসিরীয় ঘ. মিসর

৩৩. ‘মিসর নীল নদের দান’—কথাটি কে বলেছেন?

ক. লিওপোল্ড ফন র৵াংক

খ. হেরোডোটাস

গ. র৵াপসন

ঘ. ফা-হিয়েন

৩৪. সর্বপ্রথম ব্যঞ্জন বর্ণমালা আবিষ্কার করা কোন সভ্যতার অবদান?

ক. মিসরীয় খ. গ্রিক

গ. সিন্ধু ঘ. রোমান

৩৫. মিসরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে?

ক. ২৩টি খ. ২৪টি

গ. ২৫টি ঘ. ২৬টি

৩৬. মিসরীয়রা মৃতদেহকে মমি করে রাখত কেন?

ক. দেবতাকে সন্তুষ্ট করার জন্য

খ. দেহকে সজীব রাখার জন্য

গ. দেহ সৎকারের জন্য

ঘ. দেহকে কবর দেওয়ার জন্য

৩৭. মিসরীয়রা পিরামিড তৈরি করত কেন?

ক. ধর্মীয় অনুভূতি থেকে

খ. মৃতদেহ অক্ষত রাখার জন্য

গ. মৃতদেহ পচে যাওয়ার জন্য

ঘ. তারা বড় স্থাপনা পছন্দ করত বলে

৩৮. ‘হায়ারোগ্লিফিক’ কী?

ক. চিত্রলিপি খ. বর্ণলিপি

গ. প্যাপিরাস ঘ. সূর্যঘড়ি

৩৯. চিত্রলিপিকে কী বলা হয়?

ক. আদি অক্ষর খ. যুক্ত অক্ষর

গ. পবিত্র অক্ষর ঘ. বাংলা অক্ষর

৪০. মিসরীয়রা বিজ্ঞানচর্চায় আগ্রহী কেন ছিল?

ক. সামাজিক মূল্যবোধের কারণে

খ. ধর্মীয় মূল্যবোধের কারণে

গ. সাংস্কৃতিক মূল্যবোধের কারণে

ঘ. অতিশয় কল্পনাপ্রবণতার কারণে

৪১. কারা ৩৬৫ দিনে বছর গণনা করে?

ক. মিসরীয়ারা খ. ক্যালডীয়রা

গ. ফিনিশীয়রা ঘ. গ্রিকরা

৪২. ‘হায়ারোগ্লিফিক’ শব্দের অর্থ কী?

ক. জ্যামিতি খ. পবিত্র অক্ষর

গ. কাগজ ঘ. ভাস্কর্য

৪৩. সিন্ধু সভ্যতার পতনের কারণ কী?

ক. ভিন্ন জাতিগোষ্ঠীর আক্রমণ

খ. পারস্পরিক যুদ্ধবিগ্রহ

গ. ভয়াবহ ভূমিকম্প

ঘ. প্রবল বন্যা

৪৪. কৃষির ওপর ভিত্তি করে কোন সভ্যতা গড়ে উঠেছিল?

ক. সিন্ধু খ. গ্রিক

গ. মিসরীয় ঘ. মেসোপটেমিয়া

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩০. খ ৩১. ক ৩২. ঘ ৩৩. খ ৩৪. ক ৩৫. খ ৩৬. খ ৩৭. ক ৩৮. ক ৩৯. গ ৪০. খ ৪১. ক ৪২. খ ৪৩. ক ৪৪. ক


বাকি অংশ ছাপা হবে আগামী শনিবার

মিজান চৌধুরী, সহকারী শিক্ষক
লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা