‘মীর জাফর: চ্যাপ্টার টু’ সিনেমায় ফেরদৌস, বিপরীতে শ্রীলেখা

‘মীর জাফর: চ্যাপ্টার টু’ সিনেমায় স্বামী–স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন ফেরদৌস ও শ্রীলেখা মিত্রছবি: সংগৃহীত

‘মীর জাফর: চ্যাপ্টার টু’ নামের টালিগঞ্জের নতুন একটি সিনেমায় অভিনয় করছেন ঢাকার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। তাঁর বিপরীতে থাকছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ঢাকায় এসে ফেরদৌসের সঙ্গে এক সিনেমায় অভিনয়ের কথা বলেছেন শ্রীলেখা। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই আজ বুধবার কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকায় সিনেমার খবরটি প্রকাশ্যে এল।

চিত্রনায়ক ফেরদৌস
ছবি: সংগৃহীত

রাজনৈতিক থ্রিলার ঘরানার সিনেমাটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা অর্কদীপ মল্লিকা নাথ। এটি তাঁর প্রথম সিনেমা। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন ঢাকার অভিনেতা জিয়াউল রোশান ও কলকাতার সৌরভ দাস। খবরটি কয়েক মাস আগেই গণমাধ্যমকে জানিয়েছিলেন সিনেমার প্রযোজক রানা সরকার।

আরও পড়ুন

গ্রামবাংলার রাজনীতির গল্পে নির্মিত সিনেমায় আক্তার হোসেন নামের এক প্রভাবশালীর চরিত্রে দেখা যাবে ফেরদৌসকে। ইতিমধ্যে তাঁর লুক প্রকাশ করা হয়েছে। আধা পাকা চাপ দাড়ি, চোখে সুরমা, হাত ঘড়িতে ভিন্নরূপে ধরা দিয়েছেন তিনি। তাঁর স্ত্রী সাবেরার ভূমিকায় অভিনয় করছেন শ্রীলেখা মিত্র। তাঁদের সন্তান জাফরের চরিত্রে থাকছেন সৌরভ দাস।

ঢাকায় শ্রীলেখা মিত্র
ছবি: সংগৃহীত

সীমান্ত পেরিয়ে ভারতে পাড়ি দেওয়া জয়া নামের এক উদ্বাস্তু তরুণীর চরিত্র নিয়েছেন শ্রাবন্তী, তাঁর সঙ্গেও মোক্তারের সম্পর্কের গল্প থাকবে সিনেমায়। তাঁদের সন্তান মীরের ভূমিকায় থাকছেন জিয়াউল রোশান। মীরের প্রেমিকা নন্দিনী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। আরও থাকছেন অনির্বাণ চক্রবর্তী।
ফেব্রুয়ারি মাসে ভারতের মুর্শিদাবাদে সিনেমার দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন